Sunday, May 5, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারLeopard | চা গাছে জীবাণুনাশক ছেটাতে গিয়ে চিতাবাঘের মুখোমুখি, তারপর কী করলেন...

Leopard | চা গাছে জীবাণুনাশক ছেটাতে গিয়ে চিতাবাঘের মুখোমুখি, তারপর কী করলেন ভারতী?

কালচিনি: মঙ্গলবার পড়ন্ত বিকেলে বাগানের ৮সি সেকশনে অন্য শ্রমিকদের সঙ্গে চা গাছে জীবাণুনাশক ছেটাচ্ছিলেন ভারতী নায়েক মুন্ডা নামে বছর তেইশের এক শ্রমিক। সেই সময় চা গাছের ঝোপ থেকে বের হয়ে আসে একটি চিতাবাঘ (Leopard)। হামলা চালায় ওই মহিলার ওপর। প্রথমে হকচকিয়ে যান ভারতী। চিতাবাঘের ধাক্কায় মাটিতে পড়ে যান। তাঁকে লক্ষ্য করে থাবা তোলে সেই চিতাবাঘ। সেই থাবা এসে পড়লে কী হত বলা যায় না। তবে তা হতে দেননি ভারতী। কোনওমতে থাবা আটকে দেন।

সেই সময় বাগান পরিদর্শনে গিয়েছিলেন বাগানের ম্যানেজার সন্তোষ সাবর। তিনি ও বাগানের শ্রমিকরা মহিলাকে বাঁচাতে ছুটে যেতেই চিতাবাঘটি সেখান থেকে পালিয়ে যায়। জখম ওই শ্রমিককে তড়িঘড়ি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ম্যানেজার ও বাগানের শ্রমিকরা।

ম্যানেজার খবর দেন বন দপ্তরে। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র-প্রকল্পের পানা রেঞ্জের বনকর্মীরা হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর ডান হাতে চিতাবাঘের নখের আঁচড় পড়েছে। দুটো সেলাই পড়েছে জখম মহিলার হাতে। এর আগে সোমবার রাতে কালচিনির আটিয়াবাড়ি চা বাগানের এক তরুণ চিতাবাঘের হামলায় জখম হয়েছিলেন। পরপর চিতাবাঘের হামলা চলতে থাকায় চিনচুলা চা বাগান সহ অন্য বাগানগুলোতেও শ্রমিক মহলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ভারতী জানিয়েছেন, ‘বাগানে একাধিক চিতাবাঘ রয়েছে বলে আমাদের ধারণা।’

চিনচুলা বাগানে খাঁচা পাতার জন্য আগেই আবেদন করা হয়েছিল বন দপ্তরের কাছে। বন দপ্তরের তরফে একটি খাঁচাও দেওয়া হয়েছে। সেটি ৮সি সেকশনে পাতা রয়েছে। প্রতিদিন খাঁচায় টোপ দিয়ে চিতাবাঘটিকে আটক করার চেষ্টা চলছে। কিন্তু কোনও চিতাবাঘ খাঁচাবন্দি হয়নি। পানার রেঞ্জ অফিসার অর্ণব চৌধুরী জানিয়েছেন, ‘মানুষ সচেতন হলে চিতাবাঘের হামলা রোধ করা অনেকটাই সম্ভব হবে। যে শ্রমিক জখম হয়েছেন তাঁর চিকিৎসার খরচ সরকারি নিয়মে বন দপ্তর বহন করবে।’

বন দপ্তরের পরামর্শমতো বুধবার সকালে কাজ শুরুর আগে চা বাগানের সেকশনে বাজি পটকা ফাটানো হয়েছে। এছাড়াও বিভিন্ন চা শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে শ্রমিকদের সচেতন করা হচ্ছে। বাগানের ম্যানেজার জানিয়েছেন, ‘আমরা বন দপ্তরের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছি। খাঁচাটিকে বিভিন্ন সেকশনে স্থান বদল করা হচ্ছে।’

বন দপ্তরের তরফে জানানো হয়েছে, চিতাবাঘ নিজের আইসাইট লেভেল বা দৃষ্টিসীমার উচ্চতায় থাকা মানুষের ওপর হামলা চালায়। শিশুদের উচ্চতা কম থাকায় তাদের উপর অনেকসময় হামলা চালায়। কেউ নীচু হয়ে বসে থাকলে তার উপরেও হামলার আশঙ্কা থাকে।

চিনচুলা চা বাগান ছাড়াও প্রতিটি চা বাগান কর্তৃপক্ষকে এবিষয়ে সচেতন করা হচ্ছে। এছাড়াও শ্রমিকরা যাতে সংঘবদ্ধ হয়ে কোনও সেকশনে কাজ করেন সেই বিষয়েও সচেতন করা হচ্ছে।

আর এদিন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর ভারতী কী বলছেন? মেনে নিচ্ছেন যে ভয় পেয়েছেন। তবে সেই ভয়কে মাথায় চড়তে দেবেন না। বলছেন, ‘কাজে যাব। তবে সুস্থ্ হয়ে কাজে ফিরলেও বেশ কিছুদিন মনে আতঙ্ক থেকেই যাবে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Abhijit Ganguly | রয়েছে বহুমূল্য ফ্ল্যাট, ১২ লক্ষের আইনের বই! কত সম্পত্তির মালিক অভিজিৎ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্নীতি সংক্রান্ত মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কিন্তু কিছুদিন আগেই...
web series was made by YouTuber 'Nongra Sushant's team

Youtube | ওয়েব সিরিজ বানিয়ে তাক লাগাল ইউটিউবার ‘নোংরা সুশান্ত’র টিম

0
বিধান সিংহ রায়, কোচবিহার: ইউটিউবে(Youtube) কমেডি ভিডিও ছেড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করা কোচবিহারের(Cooch Behar) সুশান্ত বর্মন এবার সিরিয়াস! তিনি এবং তাঁর ‘নোংরা সুশান্ত’ টিম...

First Flush Tea | বৃষ্টির অভাব, ফার্স্ট ফ্লাশ চায়ের উৎপাদনে ৩৫ শতাংশ ঘাটতি

0
ময়নাগুড়ি: বর্তমানে ফার্স্ট ফ্লাশের চা পাতা তোলার কাজ চলছে বাগানগুলিতে। কিন্তু বৃষ্টির অভাবে এবারের উৎপাদন চরম ক্ষতির মুখে। উৎপাদনে ৩৫ শতাংশ ঘাটতি রয়েছে। শুধু...

Sunidhi Chauhan | মঞ্চে সুনিধির দিকে ছোড়া হল জলের বোতল! তারপর কী করলেন গায়িকা?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাজার হাজার দর্শকের সামনে মঞ্চে গান গাইছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। কিন্তু সেই মুহূর্তে হঠাতই তাঁর দিকে ধেয়ে...

Triveni | ভারী বৃষ্টিতে ত্রিবেণিতে ফের বন্যার আশঙ্কা, আতঙ্কে স্থানীয়রা

0
ত্রিবেণি (কালিম্পং): করোনা ভাইরাসে সংক্রামিত রোগীদের চিকিৎসার জন্য ত্রিবেণিতে নতুন হাসপাতাল তৈরি হয়েছিল। ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় সেখানে সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত হয়। কিন্তু...

Most Popular