রায়গঞ্জঃ স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে স্বামী। বুধবার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেল হেপাজতের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত। এদিন সাজা ঘোষণা করেন রায়গঞ্জ আদালতের জেলা ও দায়রা আদালতের বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী।
রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস বলেন, “২০১৯ সালের ৮ জুন উৎপল মার্ডি তার স্ত্রী সাজলি বেসরাকে নৃশংস ভাবে খুন করে দেহ লোপাটের চেষ্টা করে। হত্যায় তাকে সহযোগিতা করে লক্ষণ মার্ডি নামে অন্য এক যুবক। এই ঘটনায় উৎপল ও মার্ডির বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার বোন বারকী বেসরা। এই অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করে পুলিশ। ২০১৯ সাল থেকেই জেল হেপাজতেই ছিলেন অভিযুক্ত উৎপল মার্ডি, লক্ষণ মার্ডি। এই মামলার প্রধান সাক্ষী ছিল মৃত সাজলি বেসরার ১০ বছরের মেয়ে মোনালি মার্ডি। মোনালি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য প্রমান দেয় আদালতে। মঙ্গলবার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত দুজনকেই দোষী সাব্যস্ত করে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ বিচারক উৎপল মার্ডি ও লক্ষণ মার্ডিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।