উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের বিধানসভায় প্রথমবার পেশ হল ‘অভিন্ন দেওয়ানি বিধি’ (Uniform Civil Code) বিল। দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড এই বিল পেশ করল মঙ্গলবার। উত্তরাখণ্ড বিজেপি এই বিলকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি এদিন এই বিলটি পেশ করেন। লিভ-ইন, বিবাহবিচ্ছেদের (Divorce) জন্য মহিলাদের বিশেষ অধিকার, বিবাহ রেজিস্ট্রেশন (Registration) না করার জন্য জরিমানার (Fine) মতো বিষয়গুলি এই বিলে উল্লেখিত হয়েছে। এছাড়াও এই বিলে বলা হয়েছে, যাঁরা লিভ-ইন সম্পর্কের থাকার পরিকল্পনা করছেন তাঁদের অবশ্যই এবিষয়ে জেলা আধিকারিকদের কাছে রেজিস্ট্রার করতে হবে। আর যাঁদের বয়স ২১ বছরের কম, সেক্ষেত্রে একসঙ্গে থাকতে চাইলে তাঁদেরকে পিতামাতার (Parents) সম্মতি নিতে হবে।
লিভ-ইন সম্পর্কের ঘোষণাপত্র (Declarations)জমা দিতে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য প্রদান করলে একজনকে তিন মাসের জেল, ২৫,০০০ টাকা জরিমানা বা উভয়ই হতে পারে। কেউ লিভ-ইন (Live-in Relationship) সম্পর্ক নথিভুক্ত করতে ব্যর্থ হলে তাঁকে সর্বোচ্চ ছয় মাসের জেল ও ২৫,০০০ টাকা জরিমানা বা উভয়ই হতে পারে। এমনকি নথিভুক্ত করতে বিলম্ব (Delay) হলে, তিন মাস পর্যন্ত জেল, ১০,০০০ টাকা জরিমানা বা উভয়ই হতে পারে। মঙ্গলবার সকালে পেশ করা এই বিলে এটাও বলা হয়েছে যে, লিভ-ইন সম্পর্কের ফলে জন্ম নেওয়া শিশুরা আইনি স্বীকৃতি (Legal Recognition) পাবে অর্থাৎ, যুগলের বৈধ সন্তান হিসেবেই গণ্য হবে।
মঙ্গলবার বিলটি পেশ করার সঙ্গে সঙ্গেই ‘বন্দেমাতরম’ ও ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে উত্তরাখণ্ড বিধানসভার (Uttarakhand Assembly) অধিবেশন কক্ষ। এই বিল পাশ হলে তা ‘ঐতিহাসিক’ ঘটনা হবে বলেই দাবি বিজেপি সরকারের।