মাটিগাড়া: শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির বাজারে আন্ডারপাসের দাবিতে সরব স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীরা। দীর্ঘদিন থেকে মাটিগাড়া বিডিও অফিস সংলগ্ন সাইনাথ মোড়ের রাস্তা বন্ধ। তাই শিবমন্দির বাজার থেকে বিএড কলেজ, কদমতলা, রবীন্দ্রনগর, চাউমিন মোড় যাওয়ার একমাত্র রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে শিবমন্দির বাজার রেলগেট। তবে সন্ধে হলেই বাজারে ভিড় বাড়তে থাকায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে পুজোর মরশুমে রেলগেট পারাপারে কয়েক ঘণ্টা লেগে যায় নিত্যযাত্রীদের। তাই স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত রেল আধিকারিকদের সঙ্গে কথা বলে এলাকায় আন্ডারপাস অথবা রেলওয়ে ওভাবে ব্রিজের ব্যবস্থা করুক।
স্থানীয় রণজিৎ সাহার কথায়, রাস্তা দিয়ে চলাচল করা তো দূরের কথা অ্যাম্বুল্যান্সের যাতায়াতেও সমস্যায় পড়তে হয়। এদিন বাইক নিয়ে রেললাইন পারাপারের সময় রতন সিংহ বলেন, ‘এই সমস্যা দীর্ঘদিনের। এলাকায় কোনও বিকল্প পথ নেই। তাই যাতায়াতের একমাত্র পথ এই বাজার। আর সন্ধে হলে এলাকায় এতটাই ভিড় হয় যে জরুরী কোনও কাজ থাকলে সময়ে পৌঁছোনো যায় না।’ অপরদিকে ব্যবসায়ীদের বক্তব্য, ‘রেলগেটের যানজটের জন্য ব্যবসায় অনেকটা প্রভাব পড়ে। কোনও ক্রেতা দোকানে এলে জায়গার সমস্যায় হিমশিম খেতে হয়। ফলে আমরাও চাই এলাকায় আন্ডারপাসের ব্যবস্থা করা হোক।’ এবিষয়ে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভোলা ঘোষের বক্তব্য, তিনি ডিআরএমকে বিষয়টি নিয়ে কয়েকবার চিঠি পাঠিয়েছেন। এলাকায় সাংসদ এবং বিধায়কও কিছু করছেন না বলে জানান তিনি।