Sunday, May 19, 2024
HomeBreaking NewsLok Sabha Election 2024 | লোকসভা ভোটে বাংলায় কার দখলে কত আসন...

Lok Sabha Election 2024 | লোকসভা ভোটে বাংলায় কার দখলে কত আসন ? বড় ইঙ্গিত মিলল সমীক্ষায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুয়ারেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আর এই ভোটে রাজনৈতিক কারবারিদের বড় অংশের নজর রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনের (West Bengal Lok Sabha Election)) দিকে। কে কত আসন পেতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের সমীক্ষায় বড় ইঙ্গিত মিলেছে। পশ্চিমবঙ্গে কে কটা আসন পেতে পারে তার একটা পূর্বাভাস দিয়েছে ওই সংবাদমাধ্যমের সমীক্ষা।

তাতে দেখা যাচ্ছে আসন সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গে বিজেপির (BJP) অবস্থার উন্নতি ঘটতে চলেছে। গত লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি ১৮টি আসনে জয়ী হয়েছিল, সেখানে এবার তাঁরা ১৯টি আসনে জিততে পারে। অন্যদিকে, তৃণমূল (TMC) আগের মতোই ২২টি আসন জিততে চলেছে। ‘মুড অফ দ্য নেশন’ শীর্ষক এই সমীক্ষাটি করা হয়েছে ৩৫,৮০১ জনের মতামতের ভিত্তিতে। ২০২৩ সালের ডিসেম্বরের ১৫ থেকে ২৮ তারিখের মধ্যে এই সমীক্ষা করা হয়। যাতে দেখা গেছে রাজ্যে বিজেপির ভোট শেয়ার দাঁড়াচ্ছে ৪০ শতাংশ। যা কিনা ২০১৯ সালের মতোই। মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) তৃণমূল কংগ্রেসের দখলে যাবে ৫৩ শতাংশ ভোট। যা ২০১৯ সালের প্রাপ্ত ভোট শতাংশের থেকে ৪ শতাংশ কম।

উল্লেখ্য, এই সমীক্ষায় বাংলায় ৪২টি আসনের মধ্যে ১টি আসন ছেড়ে রাখা হয়েছে। গতবার কংগ্রেস (Congress) ২টি আসনে জিতেছিল। এবার সমীক্ষায় তাঁদের ১টি আসন দেওয়া হয়েছে। যদিও যেকোনও সমীক্ষাই জনমানসে ভাবনাচিন্তার একটা আভাস দেয় মাত্র। তা যে সবসময় মিলবে এর কোনও নিশ্চয়তা নেই। যখন এই সমীক্ষা করা হয়েছে তার পর থেকে ভোটের আগে বেশ কিছুটা সময় আছে। সেই সময়টাকে প্রতিটি রাজনৈতিক দলই নিজের মতো করে কাজে লাগাবে। ইতিমধ্যেই তৃণমূলনেত্রী ঘোষণা করেছেন বাংলায় তাঁর দল একাই লড়াই করবে। অন্যদিকে বাম-কংগ্রেসের মধ্যে ফের জোটের সম্ভাবনা দেখা দিয়েছে। জানুয়ারিতেই রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। যা নিয়ে ভোটের আগে জোর প্রচার শুরু হয়েছে গেরুয়া শিবিরের পক্ষেও। ফলে এই ঘটনাক্রমও ভোটের উপরে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সমীক্ষকরা। তবে এই সমীক্ষা নিয়ে কোনও শিবিরেই এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Barak Valley | ঘরে ঘরে জ্বলল ১১ প্রদীপ, ৬৯তম ভাষা শহিদ দিবসে শ্রদ্ধা জানাল...

0
শিলচর: মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার আন্দোলনে (Language Movement) ১৯৬১ সালের ১৯ মে শহিদ ১১ জন তরুণ-তরুণীকে স্মরণ করলেন অসমের (Assam) বরাক উপত্যকার (Barak Valley)...

Adivasi minor molested | আদিবাসী নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার পঞ্চাশোর্ধ্ব মিল মালিক

0
বুনিয়াদপুরঃ ধান ভাঙার মিলঘরে তেরো বছরের আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে পঞ্চাশোর্ধ্ব মিল মালিককে গ্রেপ্তার করল বংশীহারী থানার পুলিশ। ধৃতকে মিল রবিবার আদালতে পেশ...

Raiganj University | ফের বিতর্কে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, কনফারেন্স রুমে ডেপুটি কন্ট্রোলারের সঙ্গে অধ্যাপকের ধস্তাধস্তি

0
দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: পিএইচডিতে সুযোগের প্রবেশিকার উত্তরপত্র মূল্যায়নের সময় ডেপুটি কন্ট্রোলার অফ এগজামিনেশনের সঙ্গে টিচার্স কাউন্সিলের সেক্রেটারির ঝগড়া ও ধস্তাধস্তি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার দুপুরে...

Wood Smuggling | কোটি টাকার কাঠ বাজেয়াপ্ত, গ্রেপ্তার ১

0
রায়গঞ্জ: সেগুন কাঠ পাচারের (Wood Smuggling) অভিযোগে একজনকে গ্রেপ্তার করল বন দপ্তর। অসমের (Assam) শিলচর থেকে ওই সেগুন কাঠ কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে...
oodlabari-vrinda-goyal

NET Exam 2024 | নেটে ৫৫ র‌্যাংক করে তাক লাগাল ওদলাবাড়ির বৃন্দা

0
অনুপ সাহা, ওদলাবাড়ি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET Exam 2024) পরীক্ষায় সারা ভারতে ৫৫ নম্বর র‍্যাংক করে ওদলাবাড়ির (Oodlabari) মুখ উজ্জ্বল...

Most Popular