শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

lok sabha election 2024 | তৃণমূল প্রার্থীর সমর্থনে রায়গঞ্জে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রচার সারলেন মমতা     

শেষ আপডেট:

রায়গঞ্জঃ লোকসভা নির্বাচনের আগে হেভিওয়েট প্রচার রায়গঞ্জে। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে শুক্রবার বিকেলে রায়গঞ্জ শহরে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৪ টায় কর্ণজোড়ায় নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেখান থেকে তিনি সড়ক পথে শহরের একটি বেসরকারি হোটেলে চলে আসেন। সাময়িক বিশ্রাম নিয়েই রাজপথে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় তাঁর রোড শো। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুই পাশে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। সাধারণ মানুষকে সামলাতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হয়। রাস্তার একদিকটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। গান্ধি মোড়ে এসে শেষ হয় মুখ্যমন্ত্রীর রোড শো। সেখানে মহাত্মা গান্ধির প্রস্তর মূর্তিতে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের পদযাত্রায় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী গোলাম রব্বানী, বিধায়ক গৌতম পাল, জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালা, চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য। মুখ্যমন্ত্রীর আচমকা রোড শোতে এদিন গোটা শহরে তীব্র যানজট তৈরি হয়। এদিন যদিও মুখ্যমন্ত্রীর পদযাত্রা পূর্ব নির্ধারিত ছিল না। হঠাৎ এই পদযাত্রার সিদ্ধান্ত নেন তিনি।মুখ্যমন্ত্রী এদিন পদযাত্রায় নেমে জনসংযোগ সারেন। কখনও সাধারণ মানুষের উদ্দ্যেশ্যে হাত জোড় করেন, আবার কখনও রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন। মায়ের কোলে থাকা একটি শিশুকেও কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। সবাই এমন দৃশ্য দেখে থমকে যান। গান্ধি মূর্তিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, আবহাওয়া খারাপের পূর্বাভাস থাকায় আগাম চলে এসেছি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিটিং করে এসেছি। সময়ের আগে চলে আসায় রায়গঞ্জ শহরে পদযাত্রা করলাম।

 

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Malda | মালদা কংগ্রেসের জেলা সভাপতি পদে ফের ডালুতেই আস্থা দলের

মালদা: জেলা সভাপতির পদে ফের আবু হাসেম খান চৌধুরীকে...

Balurghat | বিজেপি ফেরতরাই দলের নিয়ন্ত্রক হয়ে উঠছে! ক্ষোভ ঘাসফুলে

বালুরঘাট: বিজেপি ফেরতদের দল হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তারাই...

Gambhira folk dance | গম্ভীরায় উঠে আসবে চাকরিহারাদের দুর্দশার কথা

সিদ্ধার্থশংকর সরকার, মালদা: অযোগ্যদের সঙ্গে যোগ্য শিক্ষকরাও চাকরি হারিয়েছেন। ...

Pakistan | তিন দশক ধরে সন্ত্রাসবাদের মদত দিয়েছে ইসলামাবাদ, স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ বছর ধরে জঙ্গিদের...