বালুরঘাট: এবার মাধ্যমিকে প্রথম দশজনের তালিকায় স্থান পেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট উচ্চবিদ্যালয়ের (Balurghat High School) ছাত্র সতীর্থ সাহা। ৬৮৭ নম্বর পেয়ে মাধ্যমিকে (Madhyamik Result 2023) রাজ্যে ষষ্ঠ স্থান দখল করেছে সে। ছেলে ভালো ফল করায় খুশি বাবা-মা। ভবিষ্যতে ডাক্তার হতে চায় সতীর্থ।
এবার মেধাতালিকায় উত্তরবঙ্গের মধ্যে রয়েছে মালদার ২১, উত্তর দিনাজপুরের ৯, দক্ষিণ দিনাজপুরের ১, জলপাইগুড়ির ১ এবং কোচবিহারের ৩ পড়ুয়া। শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। এবার পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। এবার ১৬টি জেলা থেকে প্রথম দশজনের তালিকায় রয়েছে ১১৮ জন।
মাধ্যমিকে এবার প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি। সে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী। ৭০০-এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯৭। যুগ্ম দ্বিতীয় হয়েছে রিফত হাসান সরকার ও শুভম পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। যুগ্ম তৃতীয় হয়েছে সারভার ইমতিয়াজ, সৌমজিৎ মল্লিক ও অর্ক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯০। আগামী ২০২৪ সালের মাধ্যমিক ২ ফেব্রুয়ারি শুরু হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: মাধ্যমিকের মেধা তালিকায় কোচবিহারের ৩