Monday, April 29, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গMalda | গঙ্গা পাড়ে বেআইনি ইটভাটার কারবার, নীরব প্রশাসন

Malda | গঙ্গা পাড়ে বেআইনি ইটভাটার কারবার, নীরব প্রশাসন

পঞ্চানন্দপুর: গঙ্গার গতিপথ রুদ্ধ করে মালদার (Malda) কালিয়াচক-২ (Kaliachak) ব্লকের বিভিন্ন প্রান্তে বেআইনি ইটভাটা গজিয়ে উঠেছে। ওই বেআইনি ইটভাটা থেকে কোটি কোটি টাকার কারবার চলছে বলে অভিযোগ। বাসিন্দাদের তরফে প্রশাসনের কাছে এনিয়ে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সব জেনেও নীরব প্রশাসন।

এদিকে পরিবেশে এর ব্যাপক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেমন নদীর প্রবাহে বাঁধা তৈরি হচ্ছে, তেমনই গতিপথ পরিবর্তন হচ্ছে। সর্বোপরি গঙ্গার ভাঙন দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রশ্ন উঠতে শুরু করেছে, এই অবৈধ ইটভাটা কার নির্দেশে? অবৈধ কারবার কবে বন্ধ হবে তা নিয়েও কোনও মহলই সদুত্তর দিতে পারেনি। যদিও এ বিষয়ে সেচ ও জল সম্পদ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

অভিযোগ, গঙ্গার গতিপথে ইটভাটা অনুমোদন থাকার কথা নয়। তবুও প্রশাসনের নাকের ডগায় অবৈধ কারবার ফুলে ফেঁপে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গঙ্গা নদীর পাড় কেটে মাটি জড়ো করা হয়। আর এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নদীর বুকের মাটি সহজে পেয়ে যান, এছাড়াও বাইরে থেকে কিনে আনতে হয় না। শুধু কয়লা এবং শ্রমিক খরচেই কোটি কোটি টাকার কারবার হয়। এতে মুনাফা বেশি হয়। এছাড়াও ভাটার কয়লার ধোঁয়া থেকে পরিবেশেও দূষণ ছড়াচ্ছে।

মানিকচকের গোপালপুর থেকে শুরু করে কালিয়াচকের-৩ নম্বর ব্লক বীরনগর পর্যন্ত নদীর বুকে অবৈধ ইটভাটার কারবারে চলে। এ বিষয়ে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, ‘যারা এ ধরনের অবৈধ ইটভাটা করে নদীর গতিপথে বাধা তৈরি করছে তাদের এক কথায় সমাজবিরোধী বলা যায়। তাদের মদত দিচ্ছে প্রশাসন ও সরকার। কেননা ইটভাটা তৈরি করতে গেলে অনেক ছাড়পত্র প্রয়োজন হয়। সেটা বাস্তবে তাদের কাছে নেই। সব ক্ষেত্রেই অরাজকতা চলছে।’

অভিযোগ প্রসঙ্গে রাজ্যের সেচ ও জল সম্পদ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের (Sabina Yeasmin) সাফাই, ‘অবৈধ ইনভাটা আমরা অনুমোদন করি না। কোথাও যদি কোনও অভিযোগ থাকলে আমরা অবশ্যই পদক্ষেপ করব।’ আবার কালিয়াচক-২ এর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক দীপঙ্কর শিল বলেন, ‘নদীর তিরে ইটভাটা নিয়ে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Accident | বিয়ের আনন্দ ঢাকা পড়ল শোকের ছায়ায়, বিয়ে করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু...

0
কিশনগঞ্জঃ বিয়ের আনন্দ নিমেষে কেড়ে নিল ভয়াবহ পথ দুর্ঘটনা। নেমে এই গভীর শোকের ছায়া। সোমবার সকালে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটল কিশনগঞ্জে। বিয়ে করে...
Over a thousand illegal liquor busted in Siliguri

Siliguri | শিলিগুড়িতে হাজারের বেশি অবৈধ মদের ঠেক, টাকা তুলছে পুলিশ, কটাক্ষ আবগারি কর্তার

0
মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: মধ্যরাতে বাড়ির টিনের দরজায় টোকা। সাংকেতিক ভাষায় ভেসে আসে, ‘অমুকের একটা ফুল চাই।’ কে চাইল তা জানাটা জরুরি নয়, তাই মুখ...

Women Voters | বালুরঘাটে পুরুষদের টেক্কা দিয়েছে মহিলা ভোটাররা, কোন দলের ভাগ্যে শিকে...

0
বালুরঘাট: বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় বেশি ভোট দিয়েছেন মহিলা ভোটাররা। নির্বাচন কমিশনের তথ্য সে কথাই বলছে। বালুরঘাট কেন্দ্রে এবার মোট ভোট পড়েছে...

Dakshin Dinajpur | ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

0
গঙ্গারামপুর: ঘন ঘন লোডশেডিং ও লো ভোল্টেজের জেরে ঘুরছে না পাখা। পাম্প মেশিন দিয়ে উঠছে না জল। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। এমন অভিযোগ তুলে...

Naxalbari | গ্রামীণ হাসপাতালে বিকল এক্স-রে মেশিন, ভোগান্তিতে রোগীরা

0
নকশালবাড়ি: ফের নকশালবাড়ি (Naxalbari) গ্রামীণ হাসপাতালে ভোগান্তি। বারে বারে খারাপ হচ্ছে ডিজিটাল এক্স-রে মেশিন (Digital X-ray machine)। হাসপাতাল সূত্রে খবর, এনিয়ে গত এক বছরে...

Most Popular