Thursday, June 1, 2023
HomeBreaking Newsআইসিএসই-তে দেশে দ্বিতীয় মালদার তৃষা

আইসিএসই-তে দেশে দ্বিতীয় মালদার তৃষা

মালদা: আইসিএসই পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় হল মালদার নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির ছাত্রী তৃষা বিহানি। খবর পাওয়ার পরই খুশির হাওয়া তৃষার স্কুল ও পরিবারে।

তৃষা ৯৯. ৬০ শতাংশ নম্বর পেয়েছে। সে জানায়, নিজের শখগুলোকে প্রাধান্য দিয়েই পড়াশোনা করত। পরীক্ষার দুই মাস আগে থেকে একটু বেশি পড়াশোনা করেছে। সেলফ স্টাডিই তাকে এই সাফল্য এনে দিয়েছে। এছাড়াও এই সাফল্যের পেছনে বাবা, মা ও তাঁর প্রতিটি শিক্ষকের অবদান যথেষ্ট পরিমাণে রয়েছে বলে তৃষা জানিয়েছে। এছাড়াও আইসিএসইতে রাজ্যে চতুর্থ স্থান পেয়েছে ওই একই স্কুলেরছাত্রী মাহি শা-ও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments