রাঙ্গালিবাজনা: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। রবিবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য লিবনুস ওরাওঁয়ের হাতে দলের পতাকা তুলে দেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। লিবনুস জানান, দীর্ঘদিন ধরেই বিজেপিকে তাঁর ভালো লাগে। বিজেপির নীতি আদর্শের ওপর তাঁর আস্থা রয়েছে। মনোজের দাবি, তৃণমূলের ওপর সাধারণ মানুষ বীতশ্রদ্ধ। তাই তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও বিজেপিতে যোগ দিচ্ছেন।
প্রসঙ্গত, চলতি বছরের রামনবমীর আগের রাতে ওই ব্লকের বীরপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা উমাদেবী শা মনোজের হাত ধরে বিজেপিতে যোগ দেন। হনুমান জয়ন্তীর সকালে ওই গ্রাম পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্যা গঙ্গা তামাংও মনোজের হাত ধরে বিজেপিতে যান। রবিবার গেলেন লিবনুস।
এদিন রাঙ্গালিবাজনা চৌপথির কাছে এক সভায় তৃণমূলের বিরুদ্ধে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ তোলেন মনোজ। তবে সদ্য বিজেপিতে যোগ দেওয়া লিবনুস তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। এদিকে, তৃণমূলের রাঙ্গালিবাজনা অঞ্চল কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘লিবনুসের দলবদলের খবর পাইনি। হয়তো তিনি কোনও সুপ্ত ইচ্ছা নিয়ে দলবদল করেছেন।’