Wednesday, May 1, 2024
HomeExclusiveMamata Banerjee | কোচবিহারে মমতা, কাজ না পেয়ে উত্তরকাশী ফিরলেন মানিক

Mamata Banerjee | কোচবিহারে মমতা, কাজ না পেয়ে উত্তরকাশী ফিরলেন মানিক

তুষার দেব, দেওয়ানহাট: ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ফিরলে পশ্চিমবঙ্গে কাজের অভাব হবে না। বিভিন্ন সময় এই কথা বলা হয়। কিন্তু বাস্তব পরিস্থিতিটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তুফানগঞ্জ মহকুমার (Tufanganj) বলরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের চেকাডরা গেরগেন্দারপাড়ের মানিক তালুকদার। উত্তরকাশীর (Uttarkashi) সিল্কিয়ারায় সুড়ঙ্গ বিপর্যয় কাটিয়ে বাড়ি ফেরার পর কোনও কাজ মেলেনি। তাই অনিচ্ছা সত্ত্বেও স্ত্রী, ছেলেকে রেখে সোমবার উত্তরকাশীর সেই ঝুঁকিবহুল কাজের উদ্দেশ্যেই রওনা হচ্ছেন মানিক। আর কাকতালীয়ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন কোচবিহার (Cooch behar) জেলাতেই রয়েছেন।

পেটের তাগিদে ২০০৭ সালে সিকিমে কাজ শুরুর পর ২০১৮ থেকে উত্তরকাশীতে ছিলেন মানিক। গত ১১ নভেম্বর গভীর রাতে সেখানকার সিল্কিয়ারায় নির্মীয়মাণ সুড়ঙ্গ ভেঙে তিনি সহ মোট ৪১ জন শ্রমিক আটকে পড়েন। টানা ১৭ দিন নিশ্চিত মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ২৮ নভেম্বর মুক্তি পান সকলে। তারপর বাড়ি ফিরে মানিক স্পষ্ট বলেন, ‘এখানে কাজ মিললে আর ভিনরাজ্যে যেতে চাই না। প্রশাসনের আধিকারিক সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা সেই ইচ্ছে পূরণের আশ্বাসও দেন। এতেই পরিবার নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তারপর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কাজ না পাওয়ায় বিপাকে পড়ি। ফলে বাধ্য হয়ে যোগাযোগ করি উত্তরকাশীর সেই সংস্থায়।’

রবিবার দুপুরে মানিকের বাড়িতে গিয়ে দেখা গেল বিষাদের ছায়া। প্রিয়জন ফের ঝুঁকির কাজে যাচ্ছেন। তাই স্ত্রী সোমা, পুত্র মণির মন একেবারেই ভালো নেই। প্রতিবেশীরাও একে একে এসে মানিকের সঙ্গে দেখা করে যাচ্ছেন। তঁাদের সঙ্গে আলাপচারিতার ফাঁকেই ব্যাগ গোছাতে ব্যস্ত ছিলেন মানিক। সোমবার নিউ কোচবিহার স্টেশন থেকে লোহিত এক্সপ্রেস ধরে তিনি ৩১ তারিখ সাহারানপুর স্টেশনে নামবেন। সেখান থেকে দেরাদুন হয়ে পৌঁছাবেন উত্তরকাশী। আর ২ তারিখ থেকে সেই অন্ধকার সুড়ঙ্গে সিনিয়ার ইলেক্ট্রিশিয়ান হিসাবে তাঁর কাজ শুরু হবে।

মানিকের কথায়, ‘আমার বয়স পঞ্চাশ পেরিয়েছে। অসুস্থ স্ত্রী, ছেলেকে বাড়িতে রেখে আর ঝুঁকির কাজে ফেরার ইচ্ছা ছিল না। কিন্তু এখানে কোনও কাজ পেলাম না। তাই যেতেই হচ্ছে।’ কথা বলতে বলতে গলা ধরে আসছিল তাঁর।

এদিকে, মানিকের স্ত্রী সোমা দীর্ঘদিন ধরেই একাধিক রোগে ভুগছেন। উত্তরকাশীতে সুড়ঙ্গ দুর্ঘটনার খবর পেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্বামীর প্রস্তুতি দেখে ঘনঘন চোখ ভিজে এসেছে। সোমার কথায়, ‘ভগবানের আশীর্বাদ আর সকলের শুভেচ্ছায় স্বামীকে একবার ফিরে পেয়েছি। জানি না আবার কী অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য।’ আশ্বাস দিয়েও প্রশাসন একটা কাজ না দিতে পারায় ক্ষোভ উগরে দিলেন সোমা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

SSC Verdict | হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে, তবুও চাকরিহারাদের বেতন দিল রাজ্য সরকার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাইকোর্টের (Calcutta High Court) রায়ে চাকরিহারাদের (Joblessteacher) বেতন দিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিহারা ২৫ হাজার ৭৫৩ জনকে মঙ্গলবার...

Siliguri | সিংগিং বারে ঝামেলা, চোট পেলেন মেয়র পারিষদ

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: সিংগিং বারে ঝামেলার মধ্যে পড়ে মাথায় আঘাত পেলেন শিলিগুড়ির (Siliguri) মেয়র পারিষদ কমল আগরওয়াল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সেবক রোডের একটি...

Buxa Tiger Reserve | বক্সায় মানসের বাঘের শিকার

0
আলিপুরদুয়ার: শিবরাত্রির সময় যখন বক্সার জঙ্গলের (Buxa Tiger Reserve) রাস্তায় হাজার হাজার পুণ্যার্থীর ভিড়, তখনই কি সবার অলক্ষ্যে অসমে ফিরে গিয়েছিল বক্সার ‘পরিযায়ী’ বাঘ?...

Arijit Singh | কনসার্টের মাঝেই নখ কাটছেন অরিজিৎ সিং, কেন এমনটা করলেন গায়ক?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিং-এর কনসার্ট হবে, আর তাতে কোনও চমক থাকবে না! তা কখনও হয়? মঞ্চে উঠে গায়ক কখন কি করেন, তা...

Jaldapara National Park | খরায় বড় ঘাস শুকিয়ে গিয়েছে জলদাপাড়ায়, কলা গাছে পেট ভরাচ্ছে...

0
নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট: তীব্র খরায় জলদাপাড়া জাতীয় উদ্যানের (Jaldapara National Park) কুনকিদের খাদ্যসংকট প্রকট হয়েছে। জানা গিয়েছে, গত দু’মাস ধরে কুনকিদের খাদ্যসংকট তীব্র আকার...

Most Popular