চালসা: মেটেলি ব্লকে হাতির তাণ্ডব অব্যাহত। বুধবার রাতে দু’টি পৃথক জায়গায় হামলা চালায় হাতি। এত ক্ষতিগ্রস্ত হয়েছে র্যাশন দোকান সহ সীমানা প্রাচীর ও দু’টি বাড়ি।
জানা যায়, মঙ্গলবার রাত প্রায় সাড়ে তিনটা নাগাদ কিলকোট চা বাগানের ফ্যাক্টরি লাইনে র্যাশন দোকানে হামলা চালিয়ে মজুত চাল সাবাড় করে হাতিটি। পাশের আমান ধোবির বাড়িও ক্ষতিগ্রস্ত করে হাতিটি। ভোররাতে হাতিটি ফের চাপড়ামারি জঙ্গলে চলে যায়। অন্যদিকে, একই রাতে হাতিটি চালসা স্কুলপাড়া এলাকায় হামলা চালিয়ে বাবু মোল্লার কংক্রিটের সীমানা প্রাচীর ভেঙে দেয়। গুঁড়িয়ে দেয় জীবন রায়ের রান্নাঘরও।
লাগাতার মেটেলি ব্লকের বিভিন্ন এলাকায় হাতির হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে জনগণ। এলাকায় হাতির আনাগোনা রুখতে বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বন দপ্তরের খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়, খবর পেয়েই এলাকায় গিয়ে হাতিটিকে তাড়ানো হয়। ক্ষতিগ্রস্তরা নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।