উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিপিএমের জয়ী প্রার্থীর শংসাপত্র কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারিতে। অভিযোগের তির তৃণমূলের দিকে। মেমারির ১ নম্বর ব্লকের দেবীপুরের ঘটনা।
দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথে সিপিএমের প্রার্থী সনকা ক্ষেত্রপালের দাবি, তিনি গণনায় ৫৩ ভোটে জয়ী হন। পরাজিত হন তৃণমূলের প্রার্থী। অভিযোগ, জেতার পর তৃণমূল কংগ্রেসের কয়েকজন মহিলা ও পুরুষ তাঁর হাত থেকে শংসাপত্র কেড়ে নেয়। তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এমনকি, বাধা দেওয়ায় তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়ারও হুমকি দেয়। সেখানে পুলিশ থাকলেও কোনও সাহায্য করেনি বলে অভিযোগ উঠেছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘অভিযোগ মিথ্যা। হেরে গিয়ে আজেবাজে কথা বলছে সিপিএম।’