Thursday, May 2, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গMigrant worker | আর পরিযায়ী হতে চান না বালাসোর ট্রেন দুর্ঘটনায় বেঁচে...

Migrant worker | আর পরিযায়ী হতে চান না বালাসোর ট্রেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকরা, চাইছেন কর্মসংস্থান  

নাগরাকাটাঃ বালাসোরের সেই অভিশপ্ত ট্রেন দুর্ঘটনায় বন্ধু সাগর খারিয়াকে চিরতরে হারানোর ক্ষত নিয়েই ভোট দিলেন তাঁর ১২ সঙ্গী। প্রত্যেকেই নাগরাকাটা চা বাগানের ফুটবল লাইনের বাসিন্দা। ২০২৩ সালের ২ জুন ওই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার শিকার হন বাগানটির ওই শ্রমিক মহল্লার ১৩ তরুণ। প্রত্যেকেই বেঙ্গালুরুতে রিসেপশন পার্টি আয়োজনের একটি ঠিকাদারি সংস্থায় কাজ করতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনার কবলে পড়লে সাগরের মৃত্যু হয়। বাকীরা জখম হন। পরে দীর্ঘ চিকিৎসায় এখন সুস্থ হলেও তাঁদের বেশিরভাগেরই  স্থায়ী কোনও কাজ নেই। এদিকে আতঙ্কে ফের তাঁরা পরিযায়ী শ্রমিক হতে নারাজ। তাই বাগানেই রয়ে গিয়েছেন। শুক্রবার ভোট দেওয়ার পর রুটি রুজির সংস্থানে কাজের দাবিতে সরব হতে দেখা যায় তাঁদের।

দুর্ঘটনার পর মৃতের ভাই শিব খারিয়াকে রাজ্যের পক্ষ থেকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়। মিলেছে ক্ষতিপূরণের টাকাও। অন্যদিকে জখম ১২ জনের মধ্যে ৪ টি পরিবারের বাড়ির লোকেদের একজনকে সরকারী উদ্যোগে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। তবে বাকীদের এখনো কিছু হয় নি। তবে তাঁরা ৬০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পেয়েছেন বলে জানিয়েছেন।

এদিন নাগরাকাটা চা বাগানের ১১৩ ও ১১৪ নম্বর বুথে ভোট দিয়ে দূর্গা বরাইক নামে এক তরুণ বলেন, আমাদের বিষয়টি যদি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করতেন তাহলে কিছুটা সুরাহা হত। রূপ বরাইক নামে আরেক তরুণ বলছেন, এখনও একটা হাত ঠিকমত ওঠাতে পারি না। বাগানেও যে শ্রমিকের কাজ জুটিয়ে নেব সেই উপায় কোথায়। ধর্মনাথ সিং নামে আরেক তরুণেরও হাতের একই অবস্থা। মৃত সাগরের বাবা বুধনাথ খারিয়াও চাইছেন যাদের এখনও কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি তাঁদের সরকারের পক্ষ থেকে এব্যাপারে পদক্ষেপ করা হোক।

যশবন্তপুর এক্সপ্রেসের সওয়ারী যে তরুণরা ওডিশার বালাসোরের বানাগানা বাজার স্টেশনের সামনে ওই ট্রেন দুর্ঘটনার মুখে পড়েন তাঁদের মধ্যে অন্যান্যরা হলেন প্রীতম লোহার, আমন ওরাওঁ, রোহিত গোস্বামী, বিজেন্দ্র ওরাওঁ, মুকেশ নায়েক, দয়া শংকর ওরাওঁ, নিশান ওরাওঁ, রাজ ভোক্তা, সাগর ওরাওঁ ও মানিক লোহার।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Brij Bhushan | যৌন হেনস্তার দাগ! ব্রিজভূষণের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ বিজেপির?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে চলেছেন কুস্তিগীরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং। তিনি বর্তমানে উত্তরপ্রদেশের কায়সারগঞ্জ আসনের সাংসদ।...

Narendra Modi | রাহুলকে নিয়ে প্রাক্তন পাক মন্ত্রীর পোস্ট, ‘পাকিস্তানের শিষ্য’ বলে কংগ্রেসকে কটাক্ষ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর প্রশংসায় করা প্রাক্তন পাক মন্ত্রীর একটি পোস্টের সূত্র ধরে কংগ্রেসকে ‘পাকিস্তানের শিষ্য’ বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি। গুজরাটের...

Alipurduar | ভোটের গেরোয় আটকে কয়েক কোটির কাজ

0
ভাস্কর শর্মা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে (Alipurduar) ভোট শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভোটের গেরো এখনও কাটেনি। একদিকে যেমন আলিপুরদুয়ার কলেজের স্ট্রংরুমে বাক্সবন্দি রয়েছে প্রার্থীদের ভাগ্য, তেমনই...

Alipurduar | সর্বদলীয় বৈঠকে মিটল সমস্যা, বিয়ের দাবি থেকে সরলেন তরুণী

0
সুভাষ বর্মন, পলাশবাড়ি: এক মাসে একাধিকবার ধর্নার ঘটনায় ইতি। আলিপুরদুয়ার-১ (Alipurduar) ব্লকের পলাশবাড়ির এক তরুণ-তরুণীর প্রণয়ের সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা হয়। একাধিকবার বিয়ের দাবিতে...

গৃহবধূর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল, ফাঁদে পা দিয়ে গ্রেপ্তার ফেসবুক বন্ধু

0
বারবিশা: ফেসবুকে প্রথম পরিচয়। এরপর মোবাইল ফোনে ভিডিও কলিং। আর এই ভিডিও কলিংয়ে সাড়া দিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন বারবিশা পুলিশ ফাঁড়ি এলাকার এক গৃহবধূ।...

Most Popular