উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন নির্বাচন কমিশনার(Election Commissioner) বাছতে আজই বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। লোকসভায় বিরোধী দলনেতা নেতা অধীর রঞ্জন চৌধুরীর(Adhir Ranjan Chowdhury) উপস্থিতিতে এই বৈঠক হবে। উল্লেখ্য, গত শনিবার পদত্যাগ করেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। এর আগে গত ফেব্রুয়ারি মাসে আরো এক নির্বাচন কমিশনার অনুপ কুমার পান্ডে অবসর নিয়েছিলেন। ফলে তিন সদস্যের নির্বাচন কমিশনে দুইটি পদ ফাঁকা হয়ে যায়। এখন একমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার দায়িত্বে রয়েছেন। তাই দ্রুত দুই নির্বাচন কমিশনারের ফাঁকা পদ পূরণ জরুরি হয়ে পড়েছে। সেই লক্ষ্যেই আজ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।
নিয়ম অনুযায়ী, নতুন নির্বাচন কমিশনার নিয়োগে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের অধীনে একটি অনুসন্ধান কমিটি এবং স্বরাষ্ট্রসচিব এবং ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং সচিবকে নিয়ে দুটি পদের জন্য পাঁচটি নামের দুটি পৃথক প্যানেল প্রস্তুত করবেন।
এরপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভায় প্রধান বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরীর সমন্বয়ে গঠিত বাছাই কমিটি নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য পাঁচজনের প্যানেল থেকে দুজনের নাম দেবে। এই দুজন নির্বাচন কমিশনারকে অনুষ্ঠানিকভাবে নিয়োগ করবেন রাষ্ট্রপতি।