Thursday, May 16, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গঅমৃত ভারত প্রকল্পে উত্তরবঙ্গের একগুচ্ছ স্টেশনের আধুনিকীকরণের কাজের সূচনা মোদির

অমৃত ভারত প্রকল্পে উত্তরবঙ্গের একগুচ্ছ স্টেশনের আধুনিকীকরণের কাজের সূচনা মোদির

উত্তরবঙ্গ ব্যুরো: অমৃত ভারত স্টেশন প্রকল্পে নবরূপে সাজছে সারা দেশের ৫০৮টি স্টেশন। তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ ও লাগোয়া বিহারের বেশ কয়েকটি স্টেশন। রবিবার সকাল ১১টা নাগাদ দিল্লি থেকে ভার্চুয়ালি সবকটি স্টেশনের মানোন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মালদার সামসী স্টেশনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই স্টেশনটি অমৃত ভারত স্টেশন হিসেবে নির্বাচিত খুশি এলাকার মানুষ। শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার সাংসদ খগেন মুর্মু, কাটিহার ডিভিশনের এডিআরএম ভি কে চৌধরী, সামসী স্টেশন ম্যানেজার মনোজ কুমার ঠাকুর সহ এলাকার ব্যবসায়ি ও বুদ্ধিজীবী মহল।

কিশনগঞ্জ রেলস্টেশনে রবিবার নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ৪২ কোটি টাকার বেশী ব্যয়ে উন্নয়নমূলক প্রকল্পের শিল্যান্যাস করেন। অপরদিকে ঠাকুরগঞ্জ রেলস্টেশনটিও একইভাবে ২৭ কোটি আট লাখ টাকা ব্যয়ে নতুন করে সাজানো হবে।

দিনহাটা রেলস্টেশনের ক্ষেত্রেও আধুনিকীকরণের কাজের ভার্চুয়াল সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, নিশীথ প্রামাণিক জানান, এই এলাকার মানুষের কথা মাথায় রেখে এই রেল ষ্টেশনের পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। পরবর্তীতে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে দিনহাটা থেকে দূর পাল্লার ট্রেন চালানো হবে।
ডুয়ার্সের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন নিউ মাল জংশনকেও অমৃত ভারত প্রকল্পে বাছাই করা হয়েছে। এদিনের এই উপলক্ষ্যে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার সাংসদ ডাক্তার জয়ন্ত রায়, পদ্মশ্রী করিমুল হক, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা এবং রেলের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন আলিপুরদুয়ার ডিভিশনের আওতায় ১৫টি রেল স্টেশনের মানোন্নয়নের কাজের সূচনা করা হয়। এই স্টেশনের আধুনিকীকরণে পর্যটন মানচিত্রে স্টেশনের ভূমিকা আরও গুরুত্ব পাবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
রায়গঞ্জ: পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে গাছ বাঁচানোর লক্ষ্যে মহা ধুমধামে বট পাকুড়ের বিয়ের হল রায়গঞ্জের রূপাহার তুলসীপাড়ায়। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্য দিকে বৃষ্টির...

Sunil Chhetri | ফুটবল কেরিয়ারে ইতি টানলেন সুনীল ছেত্রী, কুয়েতের বিরুদ্ধে কলকাতাতেই শেষ ম্যাচ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবসর (Retirement) নিচ্ছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক (Indian football team captain) সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায়...

Digha Accident | দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাস-গাড়ি সংঘর্ষে মৃত ৪

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৪ জনের। বৃহস্পতিবার সকালে সাড়ে সাতটা নাগাদ...

Fire | গভীর রাতে অগ্নিকাণ্ড শিলিগুড়িতে, ভস্মীভূত একটি দোকান

0
শিলিগুড়ি: অগ্নিকাণ্ডে ভস্মীভূত (Fire) হল একটি দোকান। ঘটনার ঘটেছে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া বাজারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর...

Balurghat | আত্রেয়ীর জলের অভাবে শুকিয়ে যাচ্ছে কাশিয়া খাঁড়ি, সমস্যায় কৃষকরা

0
বালুরঘাট: আসছে না আত্রেয়ীর জল (Atreyee river)। ফলে শুকিয়ে যাচ্ছে বালুরঘাটের কাশিয়া খাঁড়ি। এদিকে খাঁড়ির জল না পেয়ে সমস্যায় এলাকার হাজার হাজার কৃষক। জলের...

Most Popular