মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সর্বভারতীয় পরীক্ষায় নজরকাড়া সাফল্য, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করতে চায় হেমতাবাদের ফিরোজ

Date:

রায়গঞ্জ: জেইই অ্যাডভান্সড পরীক্ষায় সারা দেশে ৩২১ র‍্যাংক করল হেমতাবাদের মহম্মদ ফিরোজ আলম। আইআইটিতে পড়ার সুযোগ পেয়েছে এই কৃতী ছাত্র। তার সাফল্যে খুশির হাওয়া জেলায়।

হেমতাবাদের শাসনের বাসিন্দা ফিরোজ। ২০২১ সালে ৬৮৩ নম্বর পেয়ে সে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে। এরপর বিজ্ঞান নিয়ে শাসনের রাধানাথ হাইস্কুলে ভর্তি হয়। ওই স্কুল থেকেই ফিরোজ এবছর উচ্চমাধ্যমিক পাশ করেছে। প্রাপ্ত নম্বর ৪৫১। উচ্চমাধ্যমিকের পাশাপাশি জেইই অ্যাডভান্সড পরীক্ষারও প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল সমানতালে। এবারই সে প্রথম পরীক্ষায় বসে। ফল বের হলে দেখা যায়, রাধানাথ হাইস্কুলের ছাত্র মহম্মদ ফিরোজ আলম সর্বভারতীয় স্তরে ৩২১ র‍্যাংক করেছে। ওবিসিতে র‍্যাংক ৪৯। সর্বভারতীয় পরীক্ষায় গ্রামের ছেলের এমন সাফল্যে স্কুলের শিক্ষকদের পাশাপাশি খুশি বাসিন্দারাও।

ফিরোজের বাবা সইফুল আলম রাধানাথ হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক। ছেলের সাফল্যে গর্বিত তিনি। ফিরোজ বলে, ‘একাগ্রতা ও ইচ্ছে থাকলে গ্রামে থেকেও সাফল্য পাওয়া যায়। আমি ৩৬০-র মধ্যে ২৫৩ পেয়েছি। ফিজিক্সে ১২০-র মধ্যে পেয়েছি ১১৪। আইআইটিতে পড়ার সুযোগ পেয়েছি। কিন্তু আমি বেঙ্গালুরুতে আইআইএসসি-তে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করতে চাই। এই সাফল্যের পেছনে বাবা-মা এবং স্কুলের শিক্ষকদের অবদান যথেষ্ট রয়েছে।’

বাবা সইফুল আলম বলেন, ‘ছোটো থেকেই ফিরোজ মেধাবী। ওর সাফল্যে আমরা গর্বিত। এদিন বিদ্যালয়ের তরফে ফিরোজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নেই রেডিওথেরাপির ব্যবস্থা, ক্যানসার রোগীকে নিয়ে ছুটতে হচ্ছে মালদায়

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার : রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন...

Indian Railways | প্ল্যাটফর্ম বদল হবে না কুম্ভগামী ট্রেনের

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার : নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভে যাওয়া পুণ্যার্থীদের...

Bagdogra Airport | বাগডোগরা বিমানবন্দরে কয়েকশো কোটির কাজ, দুই ফুলের মিলিজুলি সিন্ডিকেটরাজ

রণজিৎ ঘোষ : রাজনৈতিক মতপার্থক্য বিস্তর। কিন্তু তাতে কী?...

NH 10 | গড়করির কথায় আশার আলো, দু’লেনের হবে সিকিমের লাইফলাইন

সানি সরকার, শিলিগুড়ি: ডানপাশে সবুজ তিস্তা এবং বাঁ পাশে...