Saturday, April 27, 2024
HomeTop NewsNarendra Modi | ৪০ আসন ধরে রাখুক কংগ্রেস, মমতাকে হাতিয়ার করে খোঁচা...

Narendra Modi | ৪০ আসন ধরে রাখুক কংগ্রেস, মমতাকে হাতিয়ার করে খোঁচা নরেন্দ্র মোদির      

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইন্ডিয়া জোটে (INDIA Alliance) জট অব্যাহত। বিহারে নীতীশ কুমার (Nitish Kumar) ইতিমধ্যেই জোট থেকে বেরিয়ে এনডিএর হাত ধরেছে। বাংলাতে একলা চলো নীতি নিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় তৃণমূল দুটির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কংগ্রেসের উদ্দেশে বলেছিলেন, “কংগ্রেস, তুমি ৪০টা আসন পাবে কি না জানি না, সারা ভারতে ৩০০টা আসনে লড়াই করে।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে বিঁধলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ‘কাটা ঘায়ে নুনের ছিটে’ দিলেন কংগ্রেসকে।

বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ সূচক জবাবি ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি তাঁর বক্তব্যে কংগ্রেসকে তুলোধোনা করতে গিয়ে হাতিয়ার করলেন বিরোধী ঐক্যের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনরফা সংক্রান্ত মন্তব্যকে। মোদি বলেন, “বাংলায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে কংগ্রেস। বলা হচ্ছে, গোটা দেশে তারা ৪০ আসন পাবে কি না! আমি প্রার্থনা করি যাতে তারা (কংগ্রেস) ৪০টি আসন ধরে রাখতে পারে।” এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর দাবি, “দলটা এখনও পুরোনো ভাবনাচিন্তা নিয়েই চলছে। তাদের কাজকর্মও আউটসোর্স করে দিয়েছে। এতো বড় দল, এতো বছর দেশে রাজত্ব করেছে, তাদের এই পরিণতি! এতো অবনতি! এটা দেখে আমার একটুও আনন্দ হচ্ছে না। আপনাদের জন্য আমার সমবেদনা রয়েছে। কিন্তু চিকিৎসক কী করবে, যখন রোগী…. আর কী বলি!” সবমিলিয়ে লোকসভার পর রাজ্যসভায় জবাবি ভাষণেও কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূল সরকারকে বারবার আক্রমণ করলেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের গলায় বারবার শোনা গিয়েছে মমতার প্রশংসা। তাঁরা এখনও জোটে বিশ্বাসী। মমতাকে জোট শরিক দাবি করলেও মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে একলা চলো নীতি নিয়েছে। ফলে কংগ্রেসের এই রাজনৈতিক ‘দৈন্যতা’-কেই বারবার দেশের সামনে আনার চেষ্টা করলেন মোদি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Teen Dies By Suicide | মাকে মারধর করেন মাদকাসক্ত বাবা, হতাশায় আত্মঘাতী কিশোরী!

0
খারগোন (মধ্যপ্রদেশ): মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করেন। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। সেই হতাশায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। শুক্রবার মধ্যপ্রদেশের...

Lunar South Pole | চাঁদের দক্ষিণ মেরুতে আস্ত গবেষণাগার! ইতিহাস গড়ার লক্ষ্যে কোন দেশ?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে (Lunar south pole) তৈরি হবে আস্ত গবেষণাগার (Research station)! ঠিক এমনই পরিকল্পনা করেছে চিন (China)। জানা গিয়েছে,...

WFI । নির্বাসনের ছায়া ঘনাচ্ছে ভারতীয় কুস্তি ফেডারেশনের ওপর, সাবধান করল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থা(UWW) আবারও নির্বাসিত করতে পারে বলে সতর্ক করল ভারতীয় কুস্তি ফেডারেশনকে(WFI)। যার জেরে সমস্যায় পড়তে পারে...
tea-workers-were-surrounded-police-station-for-protest

Tea Worker | কাজ করেও মেলেনি বেতন, থানা ঘেরাও চা শ্রমিকদের

0
বানারহাট: নিয়মিত কাজ করেও বেতন পাননি শ্রমিকরা। এই অভিযোগ তুলে বানারহাট(Banarhat) থানা ঘেরাও করল তোতাপাড়া চা বাগানের শ্রমিকরা(Tea Worker)। শ্রমিকদের অভিযোগ, তাঁদের পাক্ষিক বেতেন...

ICDS | ভোটের পর ২২ দফা দাবিতে আন্দোলনে নামার হুমকি অঙ্গনওয়াড়ি কর্মীদের

0
চালসা: ভোটের আগে রাজ্য সরকারের তরফে অঙ্গনওয়াড়ি (ICDS) কর্মীদের মাসিক ৭৫০ টাকা ও সহায়িকাদের ৫০০ টাকা সাম্মানিক বাড়ানো হয়েছে। তবে এতে খুশি নন তাঁরা।...

Most Popular