ভাস্কর শর্মা, ফালাকাটা: ফালাকাটায় (Falakata) বিভিন্ন গ্যাস কোম্পানির ডিলারদের কাছে উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) গ্যাসের সংযোগ নেওয়ার আবেদন জমা পড়ে রয়েছে। ফালাকাটা সহ ডুয়ার্সের চা বলয় মিলিয়ে সংখ্যাটা প্রায় আট হাজার। ‘অযোগ্য’ উপভোক্তারা গ্যাসের সংযোগ পাওয়ায় যোগ্যদের বাড়িতে গ্যাস জ্বলছে না।
এদিকে, ভোট আবহে তৃণমূল-বিজেপি একে অপরের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত। ডিলারদের দাবি, কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক থেকে কোনও অনুমোদন আসেনি। তবে এখন কয়েকটি সংযোগ দেওয়ার কাজ ফের শুরু হয়েছে।
প্রশাসন (Administration) সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বলা গ্যাসের সংযোগ পাওয়ার জন্য ফালাকাটা ব্লক সহ চা বলয়ের বীরপাড়া, বিন্নাগুড়ি ও আশপাশের মানুষ ফালাকাটার নির্দিষ্ট ডিস্ট্রিবিউটারদের কাছে আবেদন করেন। এদের কাছে গত দেড় বছরে ৮ হাজারের ওপরে আবেদন জমা পড়েছে। কিন্তু অভিযোগ, এতদিন ধরে আবেদন জমা পড়লেও মেলেনি সংযোগ। এর মধ্যে আবার গুরুতর অভিযোগ সামনে এসেছে সোমবার। গ্যাসের সংযোগ না পেলেও অনলাইনে আধার কার্ড নম্বর দিলে তাঁরা দেখতে পান, তাঁদের নামে গ্যাস ইস্যু হয়ে গিয়েছে। সেরকমই একজন ফালাকাটা শহরের গৃহবধূ সঞ্চিতা রায় বলেন, ‘সুভাষপল্লির একটি গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছে উজ্জ্বলার গ্যাস পেতে আবেদন করেছিলাম। প্রায় দেড় বছর আগে ওই আবেদন জমা করি। কিন্তু দু’দিন আগে জানতে পারি, আমার নামে সুবিধা অন্য কেউ পাচ্ছে।’
অভিযোগ, ফালাকাটার ওই ডিস্ট্রিবিউটার কারসাজি করে গ্রাহকদের বঞ্চিত করেছে। আসল উপভোক্তাদের নামে গ্যাস তুলে খোলা বাজারে মোটা টাকায় বিক্রি করছে। দুর্নীতির আরেকদিকও সামনে এসেছে। যারা এই সংযোগ পাওয়ার উপযুক্ত নয়, তাদের সংযোগ দেওয়া হয়েছে। উজ্জ্বলা গ্যাসের সংযোগ পাওয়ার ক্ষেত্রে ১৪টি শর্ত রয়েছে। যেমন, উপভোক্তাদের বাইক, চার চাকার গাড়ি, মাছ ধরার বোট থাকা যাবে না। পরিবারের কেউ সরকারি চাকরি করতে পারবেন না। বাড়িতে রেফ্রিজারেটর, ল্যান্ডফোন থাকলেও সংযোগ মিলবে না। কিন্তু তারপরেও এরকম অনেকে উজ্জ্বলা গ্যাসের সংযোগ পেয়েছেন।
উজ্জ্বলা দুর্নীতি বিষয়ে তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে বলেন, ‘২০২৩ সালে বিধানসভা বা লোকসভা ভোট ছিল না। তাই অন্য প্রকল্পের মতো উজ্জ্বলার গ্যাসও আটকে রেখেছিল বিজেপি। যেই এবার লোকসভা ভোটের পরিবেশ তৈরি হয়েছে তখন তারা ফের উজ্জ্বলার কথা বলছে।’ তিনি জানান, এবার ফালাকাটার বঞ্চিতদের নিয়ে দলের তরফে ধর্নায় বসা হবে।
আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপিও। তবে তৃণমূলের অভিযোগ অস্বীকার করে দলের ফালাকাটা টাউন মণ্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহা বলেন, ‘উজ্জ্বলা গ্যাসের জন্য রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। সেটা এখানকার গরিব মানুষ পান না।’