Wednesday, May 15, 2024
HomeTop NewsNausad Siddiqui | ‘চেয়েছিলাম ২০টি, রফা হয়েছিল সাতে, তবুও জোট করেনি বামেরা’,...

Nausad Siddiqui | ‘চেয়েছিলাম ২০টি, রফা হয়েছিল সাতে, তবুও জোট করেনি বামেরা’, বললেন নওশাদ

জঙ্গিপুরঃ রবিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ সমর্থিত প্রার্থী শাহজাহান বিশ্বাসের সমর্থনে প্রচার করতে এসে বাম-কংগ্রেস এবং তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আইএসএফ-এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি (Nausad Siddiqui)। দলীয় প্রার্থীর সমর্থনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সুতির একটি বেসরকারি স্কুলের মাঠে জনসভা করেন নওশাদ।

বাম-কংগ্রেসের সঙ্গে জোট হয়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের। এই প্রসঙ্গে এদিন বক্তব্য রাখতে গিয়ে নওশাদ বলেন, “আমরা বামেদের সঙ্গে জোট করার বিষয়ে আন্তরিক ছিলাম। কিন্তু সর্ষের মধ্যে ভূত আছে। অনেক বাম নেতা দিনের বেলায় বামফ্রন্ট কিন্তু রাতের বেলায় বিজেপি করেন। আমরা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের কথা বলছি, আমরা মানুষের বিভিন্ন সমস্যার কথা বলছি তাই বিভিন্ন অজুহাত দেখিয়ে বামেরা আমাদেরকে সঙ্গে জোট করেনি”।

নওশাদ আরও বলেন, “আমরা প্রথমে বামেদের কাছ থেকে রাজ্যের ২০ টি লোকসভা আসন চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সাতটা আসনে রফা করতে রাজি হয়েছিলাম। তারপরও কেন জোট হল না সেটা বাম নেতৃত্বেই বলতে পারবেন।”

নাম না করে অধীর চৌধুরীকে “বহরমপুরের বড় নেতা” বলে কটাক্ষ করেন নওশাদ। এদিন তিনি বলেন, “২৫ বছর ধরে উনি সাংসদ। কিন্তু কখনও মানুষের বন্ধু সাজতে উনাকে দেখলাম না। কেন্দ্র সরকার পরিচালিত আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মুর্শিদাবাদ ক্যাম্পাস কেন এখনও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হল না তার জবাব উনি দিতে পারবেন না। ১০ বছরের মনমোহন সিংয়ের সময়ে এখানে কেন একটা এইমসের মতো হাসপাতাল হয়নি?”

এরপরই সিএএ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন নওশাদ। পার্লামেন্টে যখন সিএএ বিল পেশ হয় তৃণমূল কংগ্রেস সেই সময় ভোটদানে বিরত থাকে বলে অভিযোগ করেন আইএসএফ বিধায়ক। এই অভিযোগ তুলে নওশাদ বলেন, “কেন্দ্র সরকার যখন পার্লামেন্টে সিএএ বিল পাস করছিল তখন কেন তৃণমূল ভোটদানে বিরত ছিল? বিজেপি আবার যদি কোনও জনবিরোধী বিল নিয়ে আসে তখন কি আরএসএসের কথা শুনে বিরত থাকবে তৃণমূল?”

নওশাদকে জবাব দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি বিকাশ নন্দ বলেন, “এতদিনে সকলে বুঝে গিয়েছে আইএসএফ আসলে বিজেপি-র “বি” টিম। উনি তৃণমূলকে হারানোর জন্য মাঠে নেমেছেন। তবে জঙ্গিপুরের মানুষ খলিলুর রহমান এবং তৃণমূলের সঙ্গে রয়েছে।” তিনি বলেন, সিএএ বিল যেদিন পাশ হয় সেদিন খলিলুর রহমানের দিদির মৃত্যুর জন্য উনি পার্লামেন্টে উপস্থিত ছিলেন না।”

সুতির তৃণমূল কংগ্রেসের বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস। এই কেন্দ্রে শাহজাহান প্রার্থী হওয়ায় তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে একটু হলেও সংশয় তৈরি হয়েছে জঙ্গিপুরে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Accident | নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে গাছে ধাক্কা মারুতি ভ্যানের, মৃত ১, আহত ৬...

0
কিশনগঞ্জঃ বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারল একটি মারুতি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল এক যাত্রীর। গুরুতর আহত হয় আরও...

Neeraj Chopra | ফের সাফল্য, তিন বছর পর দেশের মাটিতে নেমেই সোনা জয় নীরজের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিন বছর পর দেশের মাটিতে ইভেন্টে নেমেই সোনা জয় অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার।(Neeraj Chopra) ভুবনেশ্বরে ফেডারেশন কাপে এদিন...

Cooch Behar | পুকুরে স্নান করতে নেমে বিপত্তি, জলে ডুবে মৃত ২ স্কুল পড়ুয়া

0
দেওয়ানহাট: পুকুরে স্নান করতে নেমে বিপত্তি। জলে ডুবে মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ (Cooch Behar) ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের...

Deputation | ‘বন্দি কৃষকদের মুক্তি চাই’, জেলা শাসককে স্মারকলিপি গ্রামবাসীর

0
মালদা: তৃতীয় দফার নির্বাচনের দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাধাকান্তপুর। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছিল বেশ কয়েকজন গ্রামবাসী। পালটা গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল।...

Siliguri | অস্বাভাবিক মৃত্যু তৃণমূল নেতার ভাইয়ের, ঝুলন্ত দেহ উদ্ধার হল গোডাউন থেকে

0
শিলিগুড়িঃ তৃণমূল নেতার ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল চম্পাসারি এলাকায়। এদিন সকালে এলাকার একটি গোডাউন থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহটি। মৃত...

Most Popular