Monday, May 13, 2024
HomeExclusiveSiliguri Hotel | চম্পাসারি দেহ ব্যবসা কাণ্ডে নয়া তথ্য, সামনে এল হোটেল...

Siliguri Hotel | চম্পাসারি দেহ ব্যবসা কাণ্ডে নয়া তথ্য, সামনে এল হোটেল মালিক-মেয়র পারিষদ যোগ

শিলিগুড়ি: চম্পাসারির হোটেলে দেহব্যবসা কাণ্ডে হোটেল মালিক বিজয় জয়সওয়াল পার্কিং বিভাগের মেয়র পারিষদ রাজেশপ্রসাদ শা’র বিশেষ স্নেহভাজন ছিলেন বলে বিজয়ের পরিবার সূত্রে এমনই দাবি করা হল। অনেকসময় নিজের হোটেলকে ‘দাদার হোটেল’ হিসেবেই পরিচয় দিতেন ওই ব্যক্তি।এমনকি হোটেলে নিজের কেবিনে বড় করে সেই ‘দাদা’-র সঙ্গে ছবি রয়েছে বিজয়ের। তাঁর ভাইপো সুবোধ জয়সওয়াল বলছেন, ‘রাজেশপ্রসাদ শা’র সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে কাকার।’ রাজেশের যে কোনও অনুষ্ঠানই নাকি হত বিজয়ের হোটেলেই। কিন্তু কীসের ভিত্তিতে এই ঘনিষ্ঠ সম্পর্ক? তা বলতে পারেননি সুবোধ।

এদিকে, গোটা বিষয়টা প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পড়েছেন পার্কিং বিভাগের মেয়র পারিষদ। বিজয়ের সঙ্গে পরিচয় থাকার ব্যাপারটা স্বীকার করলেও রাজেশের দাবি, ‘ও আমার ভাই না, বন্ধুও না। আমার নাম বিক্রি করে কোনও কাজ করে থাকলে একদমই ভালো কাজ করেনি। পুলিশকে বলব এব্যাপারে তদন্ত করতে।তৃণমূল জেলা সভানেত্রী জানিয়ে দিয়েছেন ওই হোটেলে আর কোনও বৈঠক না করতে। তাই আর কোনও বৈঠক হবেও না।’

যদিও ঘটনার পর তিনদিন কেটে গেলেও এখনও পুলিশের কাছে খোঁজ নেই বিজয়ের।বিজয়ের ভাইপো সুবোধ জানিয়েছে, ‘কাকা বাইরে চিকিৎসা করাতে গিয়েছে।’ যদিও কোথায় চিকিৎসা করাতে গিয়েছে, সেব্যাপারে মুখ বন্ধই রেখেছেন সুবোধ। তবে বিজয়ের গা-ঢাকা দেওয়ার এই ঘটনা এবারেই প্রথম নয়। এর আগেও তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ উঠেছিল। তখন বেশ কয়েকদিনের জন্য গা-ঢাকা দিয়েছিলেন। এখনও তাঁর বিরুদ্ধে ওই মামলা চলছে।

অভিযোগকারী প্রদীপ বনসাল শহরের একটি মিষ্টির দোকানের ডিরেক্টর। চার বছর আগের ওই প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই বছর দীপাবলির সময় বিজয় এসে প্রথমে সখ্য বাড়িয়েছিল। তারপর কিছুদিন পরেই আমার ম্যানেজারকে ফোন করে চম্পাসারি রোড সংলগ্ন এক জায়গায় ঢেকে নিয়ে যায়। সেখানে আমাদের মিষ্টির প্যাকেট দেখিয়ে তারমধ্যে পোকা দেখানোর অভিযোগ এনে এক কোটি টাকা চেয়ে বসে।’ প্রদীপের অভিযোগ, ‘টাকা দিতে রাজি না হলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেলিং শুরু করে।’ পরবর্তীতে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন প্রদীপ। প্রদীপের অভিযোগ, ‘দেহব্যবসার পাশাপাশি ব্ল্যাকমেলিং করে বিজয় বহু মানুষের সর্বনাশ করেছে। ওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

soumitrisha-kundu-campaigned for Partha Bhowmik

Soumitrisha Kundu | ২০ মে ব্যারাকপুরে ভোট, পার্থ ভৌমিকের হয়ে প্রচার সারলেন সৌমিতৃষা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের শাসকদলের প্রায় সব অনুষ্ঠানেই উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে(Soumitrisha Kundu)। তবে এতদিন ভোটপ্রচারের ময়দানে দেখা...

Elephant Attack | এক বছরে ৫ বার হাতির হামলা! কীভাবে স্কুল চালাবেন ভেবে কুল...

0
নাগরাকাটা: হাতির হামলায় (Elephant attack) ক্ষতিগ্রস্থ হলো সুলকাপাড়া (Sulkapara) গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবস্তি নেপালী প্রাথমিক স্কুল (Primary school)। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। স্কুলের...

Arvind Kejriwal | ‘সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না’, কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ কাড়ার দাবি খারিজ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) পদ থেকে অপসারন করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট...

Dev | বিপাকে দেব! সহকারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, হাইকোর্টে দায়ের মামলা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইনি বিপাকে তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dev)। জানা গিয়েছে, দেবের সহকারী রমাপদ মান্নার বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন...

Lok Sabha Election 2024 | জিতেন্দ্র তেওয়ারির পাণ্ডবেশ্বর যাওয়া আটকালো পুলিশ! দুর্গাপুরে বিজেপি বিধায়ককে...

0
পাণ্ডবেশ্বর: আসানসোল লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা পাণ্ডবেশ্বরে ঢোকার মুখে জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari) গাড়ি আটকালো পুলিশ! সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা...

Most Popular