উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে শনিবার কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরিঞ্জন জ্যোতি। বিজেপির তরফে জানানো হয়েছে, দুপুর ১টায় সেক্টর ফাইভের দপ্তরে জ্যোতির সাংবাদিক বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। বকেয়ার দাবীতে রাজভবনের সামনে ধর্ণায় বঞ্চিতদের সঙ্গে কি সাক্ষাৎ করবেন কেন্দ্রীয়মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলল তৃণমূল।
১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে ২ অক্টোবর ৫০ লক্ষ চিঠি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি গিয়েছিল তৃণমূল নেতৃত্ব। ৩ অক্টোবর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাৎ হয়নি তৃণমূল নেতৃত্বের। সেই দিন রাতেই কৃষিভবন থেকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ। পরে ব্যক্তিগত বন্ডে ছাড়া পান তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা না করেই পালিয়ে গিয়েছে।
এদিকে ঘটনার চারদিন পরেই দলীয় কর্মসূচীতে কলকাতায় আসেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। রাজ্যের বকেয়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘তৃণমূলের নেতারা দেখা করতে চাইলে বিজেপি দপ্তরে আসুন। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করুন। স্মারকলিপি দিন। আমি সব ব্যবস্থা করে দেব।’’
এদিকে, দিল্লি থেকে ফিরে এসে ১০০ দিনের প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার প্রতিবাদে ‘রাজভবন চলো’র ডাক দেন অভিষেক। টান তিনদিন ধরে ধর্ণা চালিয়ে যাচ্ছেন অভিষেকরা। কেন্দ্রীয় মন্ত্রীর কলকাতা সফর নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাজভবনের সামনে ধর্ণায় বঞ্চিতদের সঙ্গে কি সাক্ষাৎ করবেন কেন্দ্রীয়মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি?