Friday, May 3, 2024
HomeBreaking Newsবিরোধী জোটে নেই, ২০২৪-এর নির্বাচনে একলা চলার ঘোষণা মায়াবতীর

বিরোধী জোটে নেই, ২০২৪-এর নির্বাচনে একলা চলার ঘোষণা মায়াবতীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা নির্বাচনে ‘একলা চলার’ ঘোষণা বহুজন সমাজবাদী পার্টির।‘এনডিএ’ বা ‘ইন্ডিয়া’ কোনও জোটেরই অংশ হবে না দল বলে বুধবার নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করলেন বিএসপি প্রধান মায়াবতী। দুই জোট দরিদ্রদের স্বার্থ বিরোধী এবং জাতিভেদ-সাম্প্রদায়িকতার রাজনীতি করে বলে এদিন উল্লেখ করেন নেত্রী। এদিন মায়াবতী নিজের এক্স হ্যান্ডেল (টুইটার) এ লেখেন, “এনডিএ এবং ইন্ডিয়া জোটের বেশিরভাগ দলই দরিদ্র বিরোধী, সাম্প্রদায়িক এবং পুঁজিবাদী। এই নীতিগুলির বিরুদ্ধে বিএসপি ক্রমাগত সংগ্রাম করছে। সেই কারণে তাদের সঙ্গে একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রশ্নই ওঠে না।”
নেত্রী আরও লেখেন, ‘এই বিষয়ে সংবাদমাধ্যমে যেন কোনও ভুয়ো খবর না ছড়ানো হয়। ২০০৭ সালের মতোই ২০২৪-এও লোকসভা এবং চারটি রাজ্য বিধানসভার নির্বাচনে বিএসপি এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে। বিরোধী জোটের হয়ে কৌশল সাজানোর বদলে সমাজের অবহেলিত অংশকে পারস্পরিক ভ্রাতৃত্বের ভিত্তিতে একত্রিত করায় মন দেবে বসপা।’

পাশাপাশি তিনি আরও বলেন, ‘বিরোধী জোট বিএসপির সঙ্গে জোট গড়তে আগ্রহী। কিন্তু, বিএসপি তাতে রাজি হচ্ছে না বলে, তারা বিজেপির পক্ষে বলে রটানো হচ্ছে। তাদের সঙ্গে জোট বাঁধলেই ধর্মনিরপেক্ষ, আর জোটে না আসলেই বিজেপি – এমন একটা ধারণা ছড়াচ্ছে ইন্ডিয়া জোট। তিনি বিষয়টি ‘আঙুর ফল টক’ প্রবাদের সঙ্গে তুলনা করেছেন।’

আগামীকাল মুম্বাইতে ‘ইন্ডিয়া’ এবং ‘এনডিএ’ দু’য়ের বৈঠক। তার ঠিক আগেই মায়াবতীর এই ঘোষণা, কতটা প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে তাই দেখার।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CV Ananda Bose | রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ চন্দ্রিমার, প্রতিবাদে নামবে তৃণমূল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ করা হল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। রাজভবন চত্বরে পুলিশেরও প্রবেশ নিষিদ্ধ করেছেন রাজ্যপাল (Bengal Governor) সিভি...

0
Josh Baker | মাত্র ২০-তেই প্রয়াত ব্রিটিশ স্পিনার জশ বেকার উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র ২০ বছর বয়সেই প্রয়াত ইংল্যান্ডের জনপ্রিয় স্পিনার জশ বেকার। ওরচেস্টারশায়ার...

Rahul Gandhi | সনিয়ার কেন্দ্র রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। সোনিয়া গান্ধির (Sonia Gandhi) ছেড়ে যাওয়া আসন উত্তরপ্রদেশের রায়বরেলি (Raebareli) থেকে লড়বেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। অন্যদিকে আমেথি...

Drug recovery | স্কুটারের পাদানিতে লুকোনো ছিল সাড়ে তিন কোটির মাদক, যুবককে ধরল পুলিশ

0
ফালাকাটা: মাত্র ১ মাস ১ দিনের ব্যাবধান। ফের বিপুল পরিমান ব্রাউন সুগার জাতীয় নিষিদ্ধ মাদক (Drug recovery) সহ ১ যুবককে গ্রেপ্তার করল ফালাকাটা থানার...

Madhyamik 2024 | বাবা দিনমজুর, মেধাতালিকায় স্থান না পেলেও মাধ্যমিকে নজর কাড়ল দীপজয়

0
চ্যাংরাবান্ধা : মেধাতালিকায় তার স্থান হয়নি চ্যাংরাবান্ধা (Changrabandha) গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকার বাসিন্দা দীপজয় সরকারের। সেই প্রত্যাশাও ছিল না তার। কিন্তু দিনমজুর ঘরের ছেলে...

Most Popular