Monday, May 13, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গইন্ডিয়ান অয়েলের পাইপলাইনে ফুটো করে তেল চুরি! গ্রেপ্তার দুই

ইন্ডিয়ান অয়েলের পাইপলাইনে ফুটো করে তেল চুরি! গ্রেপ্তার দুই

বর্ধমান: ইন্ডিয়ান অয়েলের পাইপ লাইন থেকে তেল চুরির অভিযোগে গ্রেপ্তার হল একটি রাসায়নিক কারখানার মালিক ও তার বন্ধু। পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সোমনাথ তেওয়ারি ও সুভাষচন্দ্র যশ। বর্ধমান শহরের বোরহাটের তেওয়ারিগলি এলাকায় বাড়ি সোমনাথের। অপর ধৃত সুভাষচন্দ্র গলসির বেলগ্রামের বাসিন্দা। ধৃতদের কারখানা থেকে ১৫০টি ৪০ লিটারের খালি জার ও ছ’টি তেল ভর্তি জার বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা তেল চুরির কথা কবুল করেছে বলে পুলিশের দাবি।

তেল চুরি চক্রে আরও কয়েকজন জড়িত বলে জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে। রবিবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চুরি করা তেল উদ্ধার করতে এবং বাকি জড়িতদের হদিশ পেতে ধৃতদের ১০দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে হলদিয়া–পারাদ্বীপ–বারাউনি পাইপ লাইনে তেলের চাপ কমছিল। কী কারণে তেলের চাপ কমছে তা জানতে তদন্তে নামেন ইন্ডিয়ান অয়েলের বিশেষজ্ঞরা। হলদিয়া–বোলপুর ডিভিশনে কাঁটাপুকুর ও বোলপুরের মাঝামাঝি কোনও জায়গায় তেলের চাপ কম হচ্ছে বলে বুঝতে পারেন বিশেষজ্ঞরা। পাইপ লাইনে ফুটো করে সেখান থেকে তেল চুরি হচ্ছে বলে নিশ্চিত হন তাঁরা। সেইমতো শুক্রবার ইন্ডিয়ান অয়েলের বিশেষজ্ঞরা পাইপ লাইন পরিদর্শনে বের হন।

বেলগ্রাম এলাকায় পাইপ লাইন থেকে চাপ কমছে বলে নজরে আসে বিশেষজ্ঞদের। তাঁদের সন্দেহ গিয়ে পড়ে পাইপ লাইন থেকে ৩০০ মিটার দূরে অবস্থিত রাসায়নিক কারখানাটির উপর। ইন্ডিয়ান অয়েলের বিশেষজ্ঞরা শনিবার কারখানাটিতে পৌঁছান। কিন্তু তাঁদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়। কর্মীরা কোনওভাবেই ইন্ডিয়ান অয়েলের অফিসারদের কারখানায় ঢুকতে দিচ্ছিলেন না। অফিসাররা ফোন করে কারখানার মালিককে ডেকে পাঠান। কিছুক্ষণ পরই মালিক সেখানে পৌঁছোয়। তার সঙ্গে তার বন্ধুও আসে।

কারখানার পাঁচিলের পাশে একটি জায়গা দেখে সন্দেহ হয় বিশেষজ্ঞদের। তাঁরা মাটি কাটা যন্ত্রের সাহায্য নেন। মাটি খোঁড়ার পর তাঁরা তাজ্জব বনে যান। পাইপ লাইনে ফুটো করে সেখানে ভাল্ভ বসিয়ে তেল চুরি করা হচ্ছিল। পাইপের সাহায্যে সেই তেল অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই ইন্ডিয়ান অয়েলের বোলপুর ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শম্ভুনাথ ঘোষ ঘটনার কথা জানিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন।

জেলায় এইভাবে তেল চুরির ঘটনা প্রথম নয়। এর আগেও খণ্ডঘোষ, রায়না ও গলসি থানা এলাকা থেকে একই কায়দায় তেল চুরি হয়। একটি বড় গ্যাং তেল চুরিতে জড়িত বলে পুলিশের অনুমান।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Malda North BJP candidate Khagen Murmu filed nomination

Khagen Murmu | উত্তর মালদার ‘ভোট পাটিগণিতে’ মগ্ন পদ্ম শিবির, মার্জিন বাড়বে, আশাবাদী খগেন

0
মালদা: পরনে লুঙ্গি। খালি গা, শুধুমাত্র একটা গামছা জড়ানো। সামনের টেবিলে প্রচুর কাগজ ডাঁই হয়ে রয়েছে। প্রায় সবটাই হিসাব, কোন বুথে কত ভোট, কে...

Jalpaiguri | থিম্পু থেকে পালিয়ে ভারতে এসেছিল ছেলে! ১৩ বছর পর পরিবারের হাতে ফেরাল...

0
বানারহাট: ১৩ বছর পর ছেলেকে ফিরে পেল পরিবার। বাবার সঙ্গে রাগারাগি করে ভুটানের সামচি থেকে ভারতে ঢুকে পড়েছিল ছেলে ফোনসে ওয়াংদি। বাড়ি ভুটানের (Bhutan)...

Raiganj | নাতনিকে ধর্ষণের চেষ্টা ঠাকুরদার! শ্রীঘরে অভিযুক্ত

0
হেমতাবাদ: ১৬ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে (Attempt to Rape) দাদুকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ (Raiganj) ব্লকের একটি গ্রামে।...

যেন ছোটখাটো কুটিরশিল্প! বাগডোগরা থেকে ২৬ লক্ষের মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার আবগারি...

0
শিলিগুড়ি: যেন ছোটখাটো কুটিরশিল্প। যেখানে রমরমিয়ে চলছিল ভেজাল মদ তৈরির কারবার। আর সেখানেই হানা দিয়ে প্রায় ২৬ লক্ষ টাকার ভেজাল মদ ও মদ তৈরির...

HS Result | বাবা রাজমিস্ত্রি, দারিদ্র্যকে জয় করে উচ্চমাধ্যমিকে ভালো ফল আংরাভাসার সোমার

0
গয়েরকাটা: দারিদ্র্যকে জয় করে উচ্চমাধ্যমিকে ভালো ফল করল বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের আংরাভাসা বংশীবদন হাইস্কুলের ছাত্রী সোমা নমদাস। সোমার প্রাপ্ত নম্বর ৪৬১। শতাংশের...

Most Popular