Wednesday, May 15, 2024
Homeপুজো স্পেশালকাশফুলের সঙ্গে ধান এখানে জলে ভাসে প্রতিবার

কাশফুলের সঙ্গে ধান এখানে জলে ভাসে প্রতিবার

                                                         সুদেষ্ণা মৈত্র

উত্তরবঙ্গের একটা অংশে, এই গৌড়বঙ্গে শহরের সঙ্গে না-শহর গা জড়াজড়ি করে শুয়ে থাকে। কে কোথায় শুরু আর কার সীমানা শেষ, সেকথা বুঝতে হলে মাটির কাছাকাছি আসতে হয়। আসতে হয় জলের কাছাকাছি।

মাটি আর নদী এই গৌড়বঙ্গের ভিতপ্রস্তরে লেগে থাকে অনীহায়, অবসন্নতায়। যেন উপকথার রোমন্থনে তাদের এই পুনরাবৃত্তির সুর। মা যখন ঘোড়ায় কিংবা নৌকা চেপে মর্ত্যে আসার ঘোষণা করেন পঞ্জিকার পাতায়, ঠিক তখন থেকে ভাঙনে ভাসতে থাকে বাঙ্গিটোলা, ভতনি, হুকমাটোলা। মহানন্দা বা ফুলহর তো প্রতি বছরই ভয়ংকর হয়ে ওঠে। অন্য বছর টাঙন বা পুনর্ভবাকে এমন ভয়ংকর মেজাজে দেখা যায়নি, এবার সে অন্য রূপে আবির্ভূত।

মালদার এদিকে পুজোর আগের ছবি বরাবরই যন্ত্রণার। গত বছর ঘর তুলে দিন গুনতে শুরু করে নিত্যানন্দ ঘর তলিয়ে যাওয়ার। সবে পসরা সাজিয়ে বসা আক্রম শুনতে পায় নদীর ফুঁসে ওঠার শব্দ। এই মালদায় শরৎকাল যতটা হোর্ডিংয়ে ঢাকা পড়ে, তার চেয়ে অনেক বেশি ডুবে থাকে বাঁধন না-মানা বৃষ্টির উচ্ছ্বাসে। নদী গ্রামজুড়ে নতুন এক দিশেহারার সকাল শেখায় প্রায় প্রত্যেক বছর। বীরনগর, ভূতনি, খোসবরটোলা, পশ্চিম রতনপুরে গঙ্গার জল বাড়তে থাকে। ফুলহর আর টাঙনের বাঁধ যায় ভেঙে। বস্তার ওপর বস্তা চাপিয়ে কুলদীপদের নদীতে তলিয়ে যাওয়া কেউ আটকাতে পারে না। পাড় ভাঙার শব্দ সারারাত ধরে টুকরো-সংসারকে স্থানান্তরের মন্ত্র শেখাতে থাকে আবু তাহের, শিবু সোরেন, আদুরি মার্ডিদের। মানিকচকের ঈশ্বরটোলায় ঈশ্বরের প্রবেশ ঘটে না আর। দুর্গার গায়ে যখন মাটির প্রলেপের সমাপ্তিটান এসে লাগে, তখনই একলহমায় জমি, ফসল, ঘর গিলে ফেলে জল। পুজোর জামা কেনার আনন্দের ভিতর কেমন ত্রাণের কান্না ছুঁয়ে থাকে সাজ। এই আকাশ, নদী ও মাটির ষড়যন্ত্রের ভিতরেও রাজনীতির গন্ধ খুঁজে পায় নেতা-নেত্রী।  কিছুদিন এপক্ষ ওপক্ষ দোষারোপ শেষে গাড়ি চড়ে বাড়ি ফিরে যায় তারা। ন্যাংটো শিশু, ছেঁড়া পুঁটলি, চরের পরিবার আর শারদোৎসব, গৌড়বঙ্গকে এই অভ্যেসেই বাঁচার গল্প শোনায়। তাই, মায়ের আসার আনন্দে চারিদিক যখন আলোখেলায় উন্মাদ, ঠিক তখন জলে ভেসে যায় কাশফুল আর ধান একইসঙ্গে। হাত-ধরাধরি করে।

খাদ্য ও উৎসব দুজনের বিদায়কালীন আবহাওয়ায় অসুরদলনীর কাছে হাতজোড় করে বসে। অন্ন, বস্ত্র, বাসস্থান ছাড়া আর কিছু চাইতে ভুলেই যায় ফুলহর, মহানন্দা, টাঙনের জলের কাছাকাছি ঘর ঘর খেলতে চাওযা মানুষ। ত্রাণশিবিরে এখন প্রচুর ভিড়, ঠিক যেমনটা আর কিছুদিন বাদে মণ্ডপে মণ্ডপে দেখা যাবে। শুধু দুই ভিড়ের চাহনিতে ঘটে যায় ফারাক। একজন খোঁজে দেবীর মুখ, অপরজন আশ্রয়। এটা এই অঞ্চলের প্রতিবারের ছবি। নদীর কাছে হেরে যায় মানুষ। এই শরতের মুখেই দুঃখে ঢেকে যায় আনন্দের রেশ। নুতন জামাকাপড়ের আনন্দ তারা উদযাপন করবে কীভাবে?

দশমীর শেষে উমার স্বগৃহে ফিরে যাওয়ার নিশ্চয়তা দেওয়া গেলেও এইসব ঘরহারানো উদ্বাস্তুদের ঘরে ফেরানোর ভরসা জোগাতে স্বয়ং দেবীও বোধহয় অনিশ্চিত।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার কোটলায় টস হেরে শুরুতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট...

Narendra Modi | নরেন্দ্র মোদি লাখপতি নন, নেই বাড়ি-গাড়ি, প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমান কত?  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির খতিয়ান।...

Kylian Mbappe | রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে বড় স্বীকৃতি! এবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পিএসজি ছেড়ে এবার কিলিয়ান এমবাপে পাড়ি দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। গত সাত বছর ধরে পুরোনো দলকে অনেক কিছুই দিয়েছেন। কিন্তু নিজের...

Bangladeshi tourist dead | গাড়ি রোহিনীতে উঠতেই শ্বাসকষ্ট শুরু বাংলাদেশি পর্যটকের, কিছুক্ষণেই সব শেষ

0
দার্জিলিং: দার্জিলিংয়ের (Darjeeling) পথে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের (Bangladeshi tourist dead)। মৃতের নাম শেখ আজিজুল (৬৫)। বাড়ি বাংলাদেশের (Bangladesh) ঢাকায়। মঙ্গলবার গাড়িতে করে...

Gajole | জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরির চেষ্টা, হাতেনাতে ৭ দুষ্কৃতীকে পাকড়াও করল...

0
গাজোলঃ জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও হল সাত দুষ্কৃতী। দুষ্কৃতী দলের পাশাপাশি পুলিশ আটক করেছে পাইপ বোঝাই একটি ট্রাক...

Most Popular