কোচবিহার: মঙ্গলবার নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় সিতাইয়ের দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল কোচবিহার আদালত। তার ২৪ ঘন্টার মধ্যেই পুণ্ডিবাড়ি থানার দক্ষিণ মরিচবাড়িতে খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কোচবিহার আদালত। কমলেশ্বর রায় নামে ওই ব্যক্তিকে এদিন আদালতে তোলা হয়।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ৭ জানুয়ারি দক্ষিণ মরিচবাড়িতে প্রতিবেশী নদিরাম মণ্ডলকে খুনের অভিযোগে কমলেশ্বরকে গ্রেপ্তার করেছিল পুণ্ডিবাড়ি থানার পুলিশ। দুই বছরের বেশি সময় ধরে সেই মামলাটি চলে। সরকারি পক্ষের আইনজীবী দিলীপকুমার দাস জানান, এদিন মামলাটি কোচবিহার আদালতের অ্যাডিশনাল সেশন জজ (ফাস্ট ট্র্যাক কোর্ট) রুদ্রপ্রসাদ রায়ের এজলাসে তোলা হলে কমলেশ্বর রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।