শ্রীনগর: স্বাধীনতা দিবসের আগে সাফল্য! সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল পাক অনুপ্রবেশকারীর। ঘটনার সূত্রপাত পাঠানকোট জেলার সিম্বল সাকোল গ্রামে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরই তার ওপর নজরদারি শুরু করেন জওয়ানরা। ধীরে ধীরে সীমান্তের দিকে এগিয়ে আসতে থাকে থাকে ওই ব্যক্তি। তাকে আটকাতে সতর্ক করেন বিএসএফ জওয়ানরা। তারপরও তিনি ভারতে ঢোকার চেষ্টা করেন। বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ। সীমান্তের ঠিক সামনেই গুলি লেগে মৃত্যু হয় তার। যদিও তার পরিচয় নিয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।
প্রসঙ্গত, চারদিন আগে একইভাবে এক অনুপ্রবেশকারীর ছক বানচাল করেছিল বিএসএফ। গুলিতে নিকেশ হয় ওই অনুপ্রবেশকারীও।স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে উৎসবের মেজাজ। তবে সাধারণ মানুষ উৎসবের মেজাজে থাকলেও সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনী। একাধিক এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন তাঁরা।