বালুরঘাট: পঞ্চায়েত ভোটের গণনাকেন্দ্রে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সরব হল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস। এনিয়ে সোমবার দুপুরে বালুরঘাটে জেলাশাসককে লিখিত অভিযোগ জানালেন জেলা কংগ্রেস নেতৃত্ব৷ তাঁদের দাবি, গণনাকেন্দ্রে ব্যাপক কারচুপি হয়েছে। গণনাকেন্দ্র থেকে সিসিটিভি ও তার হার্ডডিস্ক চুরি হয়ে গিয়েছে।
জেলা কংগ্রেসের আরও দাবি, ব্যালট বাক্স পরিবর্তন করা হতে পারে, এমন আশঙ্কায় নির্দিষ্ট ব্যালট বাক্সে সাংকেতিক কাগজ, কার্ড দেওয়া হয়েছিল। কিন্তু গণনার শেষে দেখা যায় সেই ব্যালট বাক্সে সেইসব কিছুই নেই৷ ব্যালট বাক্স পালটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। তাই পুরো নির্বাচন প্রক্রিয়া বাতিল করে নতুন করে ভোট করানোর দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হন জেলা কংগ্রেস নেতারা। এদিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি অঞ্জন চৌধুরী, কংগ্রেসের পঞ্চায়েত ইলেকশন অর্গানাইজেশন কমিটির জেলা চেয়ারম্যান অনিন্দ্য ঘোষ সহ অন্যান্য কংগ্রেস নেতারা।