তপন বকসি, মুম্বই: বলিউডে পরপর সুখবর। বরুণ ধাওয়ান-নাতাশা দলাল, ইয়ামি গৌতম, দীপিকা পাড়ুকোনের পর এবার সুখবর দিতে চলেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)! মঙ্গলবার মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণীতি চোপড়ার একটি ভিডিও (Video) ভাইরাল হয়। এয়ারপোর্টে পরিণীতিকে দেখে অনেকের ধারণা অন্তঃসত্ত্বা অভিনেত্রী। তাঁর ঢিলেঢালা পোশাক, পাপারাৎজিদের সামনে খানিকটা দ্বিধাগ্রস্ত মনোভাব দেখে গুঞ্জন ছড়িয়েছে। পাপারাৎজিদের দেখে পেট ঢাকতেও দেখা যায় পরিণীতিকে। যদিও এবিষয়ে কোনওরকম মন্তব্য করেননি অভিনেত্রী।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে আপ নেতা এবং রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি চোপড়া। উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন তাঁরা। নিজের গলায় ‘ও পিয়া’ গান রেকর্ডিং করে রাঘবের প্রতি প্রেমও উজার করেছিলেন পরিণীতি।