পাটনা: গ্যাস সিলিন্ডার ফেটে হোটেলে আগুন (Patna Hotel Fire)। মৃত্যু হল অন্তত ৬ জনের। আহত আরও ৩০ জন। বিহারের রাজধানী পাটনার (Patna) ঘটনা।
পুলিশ সূত্রে খবর, পাটনা রেলস্টেশনের কাছেই রয়েছে হোটেলটি। এদিন সকালে হোটেল থেকে আগুন বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে মৃত্যু হয় হোটেলে থাকা ৬ জনের। ২০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দমকলের তরফে জানানো হয়েছে, সিলিন্ডার ফেটে আগুন গোটা হোটেলে ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, হোটেলে কি তাহলে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না? স্থানীয় এসএসপি রাজীব মিশ্র জানান, বেশ খানিকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।