কিশনগঞ্জ: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ঠিক আগের দিন রাজ্য সড়কে নাকাচেকিং চলাকালীন নগদ ১০ লক্ষ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ পূর্ণিয়া-রুপোলি রাজ্য সড়কে পুলিশ নাকাচেকিং করছিল। সেইসময় একটি দামী চারচাকার গাড়িতে তল্লাশি চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অরবিন্দ জয়সওয়াল ও মহাবীর মণ্ডল। তাঁরা পূর্ণিয়া লোকসভাকেন্দ্রের রাষ্ট্রীয় জনতা দলের (RJD) প্রার্থী বীমা ভারতীর আপ্ত সহায়ক।
ধৃতদের নগদ টাকা সমেত রুপোলি থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতরা এই টাকা সম্পর্কে কোনও কিছুই পুলিশের জিজ্ঞাসাবাদে জানাতে পারেনি। ঘটনার খবর পেয়ে দলীয় প্রার্থী বীমা ভারতী রুপোলি থানায় যান। তাঁকে ফাঁসানো হয়েছে বলে জানান বীমা। কারণ কিছুদিন আগেই তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল(ইউনাইটেড) (JDU) ছেড়ে রাষ্ট্রীয় জনতা দলে যোগ দেন। বীমা ভারতী একসময় নীতিশ মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। আগামীকাল পূর্নিয়ায় লোকসভা নির্বাচন। তার ঠিক আগের দিন এই ঘটনায় পূর্নিয়ার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।