Sunday, April 28, 2024
Homeজাতীয়পোষ্য অপহরণ! মহুয়ার বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ দেহাদ্রির

পোষ্য অপহরণ! মহুয়ার বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ দেহাদ্রির

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: পোষ্যকে অপহরণ! তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার এমনই অভিযোগ আনলেন আইনজীবী জয় অনন্ত দেহাদ্রি। এনিয়ে বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আইনজীবীর দাবি, মহুয়া মৈত্র তাঁর পোষ্য হেনরী যা একটি রটহুইলার গোত্রের সারমেয়, তাকে অপহরণ করেছেন এবং অনৈতিকভাবে নিজের কাছে আটকে রেখেছেন।

সূত্রের খবর, দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে লেখা চিঠিতে এদিন জয় অনন্ত দেহাদ্রি জানান, ২০২১ সালে দিল্লির জনকপুরীর একটি পেট শপ থেকে ৭৫ হাজার টাকায় রটহুইলার ‘হেনরী’কে কেনেন দেহাদ্রি। পাশাপাশি এই মর্মে ‘ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া’র পঞ্জিকৃত নথি সহ টাকার রসিদের প্রতিলিপিও দিল্লি পুলিশকে পাঠিয়ে দেহাদ্রির দাবি, ‘হেনরির যখন চার মাস বয়স, তখন থেকেই বাবার মতো আমি তার দেখভাল করে চলেছি, সন্তানের মতো ভালোবেসে তাকে লালনপালন করেছি। এখন তার বয়স ৩ বছর। গত ১০ অক্টোবর মহুয়া মৈত্র আমার কুকুরকে অপহরণ করে নিয়ে যান।’ দেহাদ্রির অভিযোগ, দুবাইবাসী শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছে ঘুষ খেয়ে লোকসভায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সরব হওয়ার তথ্য সিবিআইয়ের কাছে ফাঁস করে দেওয়ার জন্যই প্রতিহিংসাপরায়ণ হয়ে এই জঘন্য কাজ করেছেন মহুয়া। দিল্লি পুলিশের কাছে দেহাদ্রির অনুরোধ, দ্রুত তাঁর পোষ্যকে ফিরিয়ে দেওয়ার জন্য৷ এ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

মজার বিষয়, পূর্বে জয় অনন্ত দেহাদ্রির বিরুদ্ধেও একই অভিযোগ এনেছিলেন মহুয়া মৈত্র৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং জয় অনন্ত দেহাদ্রিকে ঘুষ খেয়ে লোকসভায় প্রশ্নের অভিযোগে, আইনি নোটিশ পাঠিয়েছিলেন মৈত্র৷ তাতে লেখা হয়, দেহাদ্রি ও মহুয়া ঘনিষ্ঠ বন্ধু। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই দেহাদ্রি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। তিনি মহুয়াকে বারবার হুমকি দিয়েছেন। দিল্লিতে সাংসদ হিসাবে পাওয়া মহুয়ার বাংলোয় অজান্তে ঢুকে পড়েন দেহাদ্রি এবং অনেক ব্যক্তিগত জিনিস চুরি করেন। শুধু তাই নয়, দেহাদ্রি মহুয়ার পোষ্য কুকুর ‘হেনরী’কে নিয়ে যান বলেও অভিযোগ। যদিও তা পড়ে মহুয়া ফেরত পান। বারবার মহুয়ার বাড়িতে না জানিয়ে দেহাদ্রি প্রবেশ করায় মহুয়ার তরফে দিল্লির বড়াখাম্বা রোড থানায় দু’টি অভিযোগ জানানো হয় গত ২৫ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর। এবার মহুয়ার বিরুদ্ধেই ‘পোষ্য অপহরণে’র অভিযোগ আনলেন দেহাদ্রি। বলার অপেক্ষা রাখে না, ‘পোষ্য কার?’ নতুন এই বিতর্কে জড়িয়ে রীতিমতো নাকানি-চুবানি খাচ্ছে দিল্লি পুলিশ। আগামী ২৬ অক্টোবর দিল্লির সংসদ ভবনে মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটিতে হাজির হচ্ছেন জয় অনন্ত দেহাদ্রি৷

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Raiganj | মালিকের লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার গাড়িচালক

0
রায়গঞ্জ: মালিকের ১ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে এক কর্মচারীকে গ্রেপ্তার(Arrest) করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম গোপীনাথ দাস। পুলিশ সূত্রে জানা...

Brown sugar | ইন্দো-নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তার ২ পাচারকারী, উদ্ধার ৫০ গ্রাম ব্রাউন...

0
কিশনগঞ্জঃ শনিবার রাতে দুটি পৃথক অভিযানে ইন্দো-নেপাল সীমান্তে মাদক সহ গ্রেপ্তার দুই মাদক পাচারকারী। সীমান্তবর্তী দিঘলব্যাংক ও কোরোবাড়ি এলাকায় এসএসবির অভিযানে ধরা পড়ে দুই...

Haryana | মারা গিয়েছে প্রিয় পোষ্য, শোকে আত্মঘাতী তরুণী!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়ির পোষ্যদের প্রতি মানুষের অকৃত্তিম ভালোবাসার বহু কাহিনী আমরা শুনেছি। এবার বাস্তবে এই ভালোবাসার চরম পরিণতি চাক্ষুষ করল হরিয়ানার মানুষ।...

Sand Smuggling | পুলিশের জালে ‘চুনোপুঁটি’, বীরপাড়ায় অধরা বালি পাচারের পান্ডারা

0
মোস্তাক মোরশেদ হোসেন, বীরপাড়া: দীর্ঘদিন ধরে রাতেরবেলা বেআইনিভাবে বালি পাচার (Sand Smuggling) করা হচ্ছে মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিভিন্ন নদী থেকে। এতে লোকসান হচ্ছে লিজহোল্ডারদের। প্রাপ্য...
Jalpaiguri's ashish have kept the cassette alive even today in the online age

Audio Cassette | ইন্টারনেটের যুগেও জলপাইগুড়ির আশিসের সংগ্রহে ৫০০ ক্যাসেট, টেপরেকর্ডারের সুরে মজেন আজও

0
অনীক চৌধুরী, জলপাইগুড়ি: এখন কারও গান শুনতে ইচ্ছা করলে স্পটিফাই, গানা কিংবা ইউটিউবের বাইরে যেতে হয় না। বর্তমান যুগে অডিও ক্যাসেট, সিডি কিংবা ভিসিডি...

Most Popular