Wednesday, May 31, 2023
HomeBreaking Newsবিশ্বশান্তির বার্তা, হিরোসিমায় গান্ধিমূর্তির উন্মোচন প্রধানমন্ত্রীর

বিশ্বশান্তির বার্তা, হিরোসিমায় গান্ধিমূর্তির উন্মোচন প্রধানমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাপানে জি ৭ বৈঠকে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিরোসিমায় হচ্ছে সেই বৈঠক। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে বিশ্বশান্তির বার্তা দিয়ে সেখানে মহাত্মা গান্ধির আবক্ষমূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। হিরোসিমার যেখানে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল তার কাছে গান্ধিমূর্তি উন্মোচন করা হয়েছে। জানা গিয়েছে, জাপান এবং ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসাবে ওই মূর্তিটি উপহার হিসেবে দিয়েছে ভারত।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ভারতের সঙ্গে জাপানের বন্ধুত্ব এবং সুসম্পর্কর প্রতীক হিসেবে গান্ধিজির মূর্তি উন্মোচন করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এও জানানো হয়, গান্ধিজি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন শান্তি এবং অহিংসার জন্য। যেখানে এই মূর্তি স্থাপন করা হয়েছে তা তাঁর নীতি এবং আদর্শের কথাই বলবে।

প্রসঙ্গত, জি ৭ সম্মেলনে এটা মোদির চতুর্থবার যোগদান। গত বছর জার্মানির বাভারিয়ায় তিনি গিয়েছিলেন। তার আগে ২০২১ সালে ইংল্যান্ডের কর্নওয়ালেও উপস্থিত ছিলেন। সেবার সম্মেলন ছিল ভার্চুয়ালি। করোনা আবহে ২০২০ সালের সম্মেলনটি বাতিল হয়েছিল। তারও আগে ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল জি ৭ সম্মেলন। সেখানে প্রথমবার তিনি যোগ দিয়েছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments