মালদা: আগ্নেয়াস্ত্র সহ ২ জনকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশের সিআইডি। ধৃতদের কালিয়াচক থানার হাতে তুলে দিয়েছে সিআইডি। তাদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে চারটি পাইপ গান এবং চার রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জুবায়ের আলম এবং ফারুক আজম। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায়। জুবায়ের কালিয়াচক ২ নম্বর ব্লকের অস্থায়ী কর্মী। বিশ্ব বাংলা বিভাগে তিনি কর্মরত। ফারুক আজম গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ধৃতরা আগ্নেয়াস্ত্রগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা করছিল। কিন্তু তার আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আর কারা কারা যুক্ত, তা তদন্ত করে দেখছে কালিয়াচক থানা ও সিআইডি।