Monday, May 20, 2024
Homeউত্তর সম্পাদকীয়কোচবিহার বইমেলায় বিপন্নতার চোরাস্রোত

কোচবিহার বইমেলায় বিপন্নতার চোরাস্রোত

  • শৌভিক রায়

পৃথিবীবিখ্যাত বিজ্ঞানী একবার আইনস্টাইন বলেছিলেন, প্রত্যেকের জীবনেই একটা সময় আসে, যখন বহু বই দেখবার জন্য থামতে হয়। উত্তরের জনপদগুলির ক্ষেত্রে বইমেলা ছাড়া একসঙ্গে এত সংখ্যক বই দেখবার সুযোগ আর কোথায়? কোচবিহার বইমেলা শুরু হওয়ার প্রেক্ষাপটে ওই কথাগুলো আবার মনে হচ্ছে।

বহু বছর আগে যখন সাগরদিঘির কাছে শহিদ বাগে কোচবিহার জেলা বইমেলা শুরু হয়, তখন কেউ ভাবেননি তার কলেবর একদিন এতটা বৃদ্ধি পাবে। বেশ কয়েক বছর রাসমেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার পর, এবারের বইমেলা স্থান পেয়েছে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজে। কিন্তু জায়গা পালটালেও চরিত্র কী পালটেছে বইমেলার?

না। বরং গোটা মেলাতেই বিপন্নতার একটা চোরাস্রোত বহমান। একটু নজর করলেই সেটা স্পষ্ট। অতীতে আরও বহু প্রকাশককে দেখা যেত কোচবিহার বইমেলায়। কয়েক বছর ধরে তাঁদের সংখ্যা যথেষ্ট কম। যে কয়েকজন আছেন তাঁদের সম্ভারও সামান্য। ‘স্টলের জন্য এত ছোট জায়গা বরাদ্দ হয়েছে যে, বই রাখতে পারছি না’, খেদোক্তি শিশুসাহিত্য সংসদের কর্মকর্তাদের। একই কথা অন্য স্টল মালিকদেরও।

মহানগরের বইমেলায় কিন্তু স্টল মালিকের চাইতে প্রকাশকের সংখ্যা বেশি। ফলে কোনও প্রকাশনার নির্দিষ্ট বইটি চট করে পাওয়া যায়। কোচবিহার জেলা বইমেলাতে সেই বিষয়টি একেবারেই অনিশ্চিত। এখানে বিভিন্ন প্রকাশনার বই নিয়ে নানা এজেন্সি দেখা গেলেও, প্রকৃত প্রকাশক পাওয়া মুশকিল। সেই অর্থে আসেননি কোনও নামী প্রকাশক।

টিমটিম করে যে কয়েকজন আছেন তাঁরাও পাঠকের চাহিদা মেটাতে পারছেন না। নিজের স্কুলের কচিকাঁচাদের জন্য বই কিনতে আসা দিনহাটা নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অনির্বাণ নাগ দুঃখ করলেন, ‘কলকাতার বইমেলায় এই সমস্যা হয় না। জেলা বইমেলা বলেই কি এই অবস্থা?’

প্রশ্নটা খুব জরুরি। কলকাতা বা নিদেনপক্ষের শিলিগুড়ি বইমেলা থেকে বেশ খানিকটা পিছিয়ে জেলার বইমেলাগুলি। কোচবিহারও ব্যতিক্রম নয়। অথচ চারটি সরকারি স্কুল সহ গোটা পঁচিশেক স্কুল, একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ রয়েছে এই শহরে। সঙ্গে রয়েছে মহকুমা ও অন্যান্য জনপদগুলি। সাহিত্য-সংস্কৃতিতেও এই জেলার পরিচয় সবসময় আলাদা। এখনও অবধি প্রাপ্ত তথ্য অনুসারে বাংলা গদ্যের শুরু এই কোচবিহারেই। অমিয়ভষণ মজুমদার, অরুণেশ ঘোষের মতো সাহিত্যিকরাও এখানকার মানুষ। তবু এই হাল কেন কে জানে!

তবে নিজেদের খামতি স্বীকার করতেই হয়। বইমেলার হুজুগে যতটা মেতে উঠি, পাঠের ক্ষেত্রে ততটা সিরিয়াস নই আমরা। কদর কমেছে সুসাহিত্যের। সাংস্কৃতিক মঞ্চে কবিতা পাঠ বা আলোচনার আসরে সামনের সারি সারি ফাঁকা আসন। মহানগরের বইমেলায় এই চিত্র সম্পূর্ণ আলাদা। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সেখানে। চলে প্রশ্নোত্তর। তবে দুপুর দুটো বা তিনটেয় শ্রোতার উপস্থিতিও আশা করা যায় না। ভেবে দেখতে হবে সেটিও। না হলে ক্ষতি কিন্তু বইমেলারই।

পৌষের রোদমাখা দিনে বইমেলা চিরন্তন। তাই নানা অভাব-অভিযোগ নিয়ে কোচবিহার বইমেলা তার নিজের মতোই আলাদা।

(লেখক কোচবিহারের বাসিন্দা, শিক্ষক)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Part time teachers recruitment | আংশিক সময়ের শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত! কী জানাল শিক্ষা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের কোনও সরকারি বিদ্যালয়ে (Goverment school) স্কুল শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া নিয়োগ (Recruitment) করা যাবে না আংশিক সময়ের শিক্ষক। শিক্ষা...

BJP | আদালতে ধাক্কা বিজেপির! নির্বাচনি বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির (BJP) নির্বাচনি বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পাশাপাশি বিতর্কিত বিজ্ঞাপন আর কোনও সংবাদমাধ্যমে দেওয়া...

Ramakrishna Mission | রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের হামলা, আক্রান্ত সন্ন্যাসীরা

0
শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) জমি মাফিয়াদের (Land Mafia) হাতে আক্রান্ত রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) সন্ন্যাসীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের উপর হামলা চালাল একদল গুন্ডা।...

Ranveer-Deepika | অন্তঃসত্ত্বা অবস্থাতেই ভোট দিতে গেলেন দীপিকা, ক্যামেরায় প্রথমবার দেখা গেল ‘বেবিবাম্প’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। ভোট দিতে সকাল থেকেই পোলিং বুথে ভিড় জমিয়েছেন বলিউড তারকারা। এদিন সকালে ভোট দিতে...

Accident | ঘাতক গাড়ির নাবালক চালককে ‘অভিনব’ শাস্তি! লিখতে হবে দুর্ঘটনার ‘রচনা’, ১৫ দিনের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একটি বাইককে পিছন থেকে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি পোর্শে গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে...

Most Popular