মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

যৌন হেনস্তায় বাধা, যোগীরাজ্যে নাবালিকাকে স্যানিটাইজার খাইয়ে মেরে ফেলল দুষ্কৃতীরা

Date:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যৌন হেনস্তায় বাধা পেয়ে ১৬ বছরের এক নাবালিকাকে জোর করে স্যানিটাইজার খাওয়াল দুষ্কৃতীরা। আর স্যানিটাইজার পেটে যাওয়ায় মৃত্যু হল নির্যাতিতার। এমনই বর্বরোচিত ঘটনা ঘটেছে যোগীরাজ্যে। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নাবালিকার দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান পরিবার এবং প্রতিবেশীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ২৭ জুলাই। সেদিন একাদশ শ্রেণীর ছাত্রী স্কুল ছুটির পর একাই বাড়ি ফিরছিল। সেই সময় তার পথ আটকায় মঠ লখিমপুরের বাসিন্দা উদেশ রাঠোর নামে এক যুবক। ছাত্রীকে একা পেয়ে সেই সময় নাবালিকার শ্লীলতাহানির করে সে। এরপর ঘটনাস্থলে চলে আসে উদেশের আরও তিন বন্ধু। তাঁরাও নাবালিকাকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ। নাবালিকা চিৎকার চ্যাঁচামেচি শুরু করলে জোর করে স্যানিটাইজার খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই ঘটনাস্থলে এসে প্রতিবাদ করে নাবালিকার ভাই। তাকেও অভিযুক্ত চার যুবক মারধোর করে বলে অভিযোগ।

এদিকে স্যানিটাইজার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায তাকে সরকারি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাবালিকার। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে দিলে নাবালিকার দেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে পরিবার ও প্রতিবেশীরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে পুলিশ অপরাধীদের দ্রুত গ্রেপ্তারি এবং উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এসপি রাহুল ভাটি জানান, যৌন হেনস্তার সময়ের একটি ভিডিও রেকর্ড করেন অভিযুক্ত যুবকরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় বলেও অভিযোগ। অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Malda | বিষাক্ত ধোঁয়ায় ঢাকল ওয়ার্ড, শ্বাসকষ্ট রোগী-চিকিৎসকদের! আগুন আতঙ্ক হরিশ্চন্দ্রপুর হাসপাতালে

হরিশ্চন্দ্রপুর: আগুন লাগাকে কেন্দ্র আতঙ্ক ছড়াল মালদা (Malda) জেলার...

Andhra Pradesh | ধর্ষণের জেরে গর্ভবতী কিশোরী, সন্তান প্রসবের পর মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে...

Tesla | ভারতে কর্মী নিচ্ছে টেসলা, মোদি-মাস্কের বৈঠকের পরই এদেশের বাজারে বিনিয়োগের ইঙ্গিত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে কর্মী নিয়োগ শুরু করল...

ICC Champions Trophy | দুবাই যেতে পারবেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা! শর্তসাপেক্ষে সুর নরম বোর্ডের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি(ICC Champions Trophy)...