Saturday, June 3, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গনাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে প্রতিবন্ধী সম্মিলনীর থানা ঘেরাও

নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে প্রতিবন্ধী সম্মিলনীর থানা ঘেরাও

কুশমন্ডি: নয় বছরের নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর তরফে কুশমন্ডি থানায় ডেপুটেশন দেওয়া হল। এজন্য এদিন জোরদার পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ডেপুটেশনের আগে এদিন সকাল এগারোটায় অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা, এসডিপিও দ্বীপাঞ্জন ভট্টাচার্য, হরিরামপুর, বংশীহারী, গঙ্গারামপুর ও কুশমন্ডি থানার আইসি, র‍্যাফ সহ শতাধিক সিভিক ভলান্টিয়ার রুটমার্চ করেন। দুপুর ২টো নাগাদ কুশমন্ডি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে দু’শোরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষ জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে জড়ো হন। সেখান থেকে তাঁরা ধিক্কার মিছিল শুরু করেন। থানা ঘেরাও করে তাঁরা বিক্ষোভ দেখান। পরে প্রতিবন্ধী সম্মিলনীর তরফে থানায় ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি আশরাফুল হক, বীরভূম জেলা সম্পাদক বদরুদ্দোজা শেখ, উত্তর দিনাজপুর জেলা সম্পাদক উত্তমকুমার গুহ, মালদার সম্পাদক শেখ সারেখ সহ অন্যরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে নয় বছরের এক মূকবধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক প্রৌঢ়র বিরুদ্ধে। নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে এবিষয়ে পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার আট ঘণ্টার মধ্যে ওই রাতেই কুশমন্ডি থানার পুলিশ প্রৌঢ়কে গ্রেপ্তার করে। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি, নাবালিকার চিকিৎসা সহ বেশ কয়েকটি দাবিতে এদিন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর তরফে থানায় ডেপুটেশন দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments