উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একের পর এক দুর্নীতি মামলার তদন্তে তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার আয়কর দপ্তরের নজরে আরও এক তৃণমূল বিধায়ক। জানা গিয়েছে, আগামী ৮ জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে হাজিরার নির্দেশ দিয়েছে আয়কর দপ্তর। ইতিমধ্যেই তাঁকে নোটিশ পাঠিয়েছেন তদন্তকারীরা। যদিও এই নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। এখনও তাঁর হাতে আয়কর দপ্তরের কোনও নোটিশ আসেনি বলে দাবি করেছেন তিনি। নোটিশ হাতে পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন।
সূত্রের খবর, বিধায়কের আয়কর রিটার্ন সংক্রান্ত বিষয়ে গরমিল পাওয়া গিয়েছে। সেই কারণে তাঁকে তলব করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত আইটি রিটার্ন সংক্রান্ত বিষয়ে কিছু হিসেবে গরমিল রয়েছে। গত তিন বছর ধরে তিনি নির্দিষ্ট আয়কর রিটার্ন জমা দেননি বলে খবর। তাই স্বশরীরে তাঁকে আয়কর দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তিনি নিজে না উপস্থিত থাকতে পারেন তাহলে তাঁর আইনজীবী মারফত আয়কর সংক্রান্ত নথি জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে।