Sunday, April 28, 2024
HomeBreaking Newsসংসদে ফিরতেই রাহুলকে চিনা অনুদান নিয়ে তোপ বিজেপির, প্রতিবাদে ওয়াক আউট বিরোধীদের

সংসদে ফিরতেই রাহুলকে চিনা অনুদান নিয়ে তোপ বিজেপির, প্রতিবাদে ওয়াক আউট বিরোধীদের

নয়াদিল্লী : ১৩৬ দিন পার করে এদিন আবারও লোকসভায় ফিরলেন রাহুল গান্ধী৷ মোদী পদবী সংক্রান্ত মানহানির মামলায় সুরাট আদালতের দেওয়া রায় এবং সাজার উপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গত শুক্রবার৷ তার ৭২ ঘন্টা পরে সোমবার সকালে লোকসভার সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীর লোকসভা সাংসদ পদ ফেরানো হল৷ এই বিজ্ঞপ্তি প্রকাশের দু ঘন্টার মধ্যেই সোমবার লোকসভা পা রাখেন রাহুল গান্ধী।

রাহুলের প্রত্যাবর্তনে হাত গুটিয়ে বসে থাকেনি শাসক শিবির৷ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সোমবার রাহুল গান্ধী লোকসভায় ফেরা মাত্রই স্পিকার প্যানেল কিরিটভাই সোলাঙ্কির নির্দেশে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রায় সাথে সাথে রাহুলের বিরুদ্ধে মার্কিন সংবাদপত্রে প্রকাশিত চিনা অনুদান প্রসঙ্গে প্রবল তোপ দাগা আরম্ভ করেন। তাঁর সেই পাল্লা দেন শাসক দলীয় অন্য সাংসদরাও৷ লোকসভায় রব ওঠে, ‘রাহুল গান্ধী গো ব্যাক’, ‘রাহুল গান্ধী শেম শেম’। পালটা সরব হন বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা। নিশিকান্ত দুবের মতে, “দেশে অস্থিরতা ছড়াতে কংগ্রেসকে ইন্ধন দিচ্ছে চিন। মোদী সরকারের বিরুদ্ধে নানাবিধ অসাধু কার্যাকলাপের জন্য এই টাকা দেওয়া হয়।” সাথে সাথে উত্তাল হয় ট্রেজারি বেঞ্চ। স্লোগান ওঠে, “রাহুল গান্ধী শেম শেম”। পালটা প্রতিবাদে সরব হন কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সদস্যরা। প্রবল হইহট্টগোল সভার কাজ মুলতুবি রাখেন স্পিকার প্যানেল সদস্য কিরিট সোলাঙ্কি। পরে, নিশিকান্ত দুবের বক্তব্যের বিরোধীতায় সোচ্চার হন কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সংসদীয় রুল ৩৫৩ অনুযায়ী ‘পয়েন্ট অফ অর্ডার’ উত্থাপিত করে তিনি বলেন, “কোনও তথ্যপ্রমাণ না থাকা সত্ত্বেও অনৈতিক ভাবে রাহুল গান্ধীকে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ। অবিলম্বে তাঁর মন্তব্য লোকসভা রেকর্ড থেকে সরিয়ে ফেলা হোক।” কিন্তু অধীরের মাইক বন্ধ করে দেন স্পিকার প্যানেল কিরিটভাই সোলাঙ্কি। এর প্রতিবাদে উত্তাল হয়ে সভা থেকে ওয়াক আউট করার সিদ্ধান্ত নেয় বিরোধী শিবির।

এর পরেও অবশ্য বেশ কিছুটা সময় সংসদে কাটান রাহুল। দীর্ঘদিন বাদে উপস্থিত হন সেন্ট্রাল হলে, খোশগল্পে মেতে ওঠেন দলীয় সাংসদদের সঙ্গে। রাহুল হাজির হন কংগ্রেসের সংসদীয় কার্যালয়েও। আলাদা করে বৈঠক করেন মল্লিকার্জুন খড়গে সহ অন্যান্য কংগ্রেসী সাংসদদের সঙ্গে। পরে সংসদ ছেড়ে বেরিয়ে যান তিনি। আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন রাহুল। অধীর চৌধুরীর দাবি, “আমরা চাই অমিত শাহের সামনে দাঁড়িয়ে এই বিষয়ে রাহুলই বিরোধী দলের তরফে প্রথম সোচ্চার হন।”

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok sabha election 2024 | ‘সিপিএমের সঙ্গে জোটে আপত্তি ছিল, ওরা শোনেনি’, মালদায় কংগ্রেসকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিবার সুজাপুরের সভা থেকে বাংলার কংগ্রেস-সিপিএমের জোট নিয়ে খড়গহস্ত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ...

Teacher Recruitment Scam | চাকরি গেল ক্যানসার আক্রান্ত শিক্ষকের

0
প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: তাঁর শারীরিক পরিস্থিতির সঙ্গে অনেকটা মিল খুঁজে পাওয়া যাবে সোমা দাসের। কিন্তু ‘ভাগ্য’টা সোমার মতো হয়নি। বীরভূমের সোমা ছাড় পেয়েছেন। ফাঁসিদেওয়ার...
school teacher of Tufanganj cultivated 70 local and foreign varieties of mangoes

Mango Cultivation | দেশি-বিদেশি ৭০ প্রজাতির আম চাষ করেছেন তুফানগঞ্জের স্কুল শিক্ষক, ফলনও নজরকাড়া

0
তুফানগঞ্জ: তুফানগঞ্জের(Tufanganj) মাটিতে দেশি ও বিদেশি আমের চাষ(Mango Cultivation) করে নজর কেড়েছেন পেশায় স্কুল শিক্ষক রূপম পাল। তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরানফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা...

PM Modi | ওয়েনাডে জিততে নিষিদ্ধ পিএফআইয়ের সাহায্য নিচ্ছে কংগ্রেস! তোপ মোদির

0
বেলাগাঁও (কর্ণাটক): ওয়েনাডে জিততে নিষিদ্ধ পিএফআইয়ের সাহায্য নিচ্ছে কংগ্রেস, রবিবার কর্ণাটকে একটি নির্বাচনি জনসভা থেকে এভাবেই তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায়...
ছবিঃ সংগৃহীত

Bengal Weather | তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর, বঙ্গে জারি বৃষ্টির পূর্বাভাস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা (Heatwave)। বিশেষ করে তাপে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এরইমধ্যে স্বস্তির খবর শোনাল...

Most Popular