Friday, May 17, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারRahul Gandhi | ন্যায় যাত্রা নিয়ে উত্তরবঙ্গে রাহুল, আগ্রহ বাড়ছে তৃণমূলেও

Rahul Gandhi | ন্যায় যাত্রা নিয়ে উত্তরবঙ্গে রাহুল, আগ্রহ বাড়ছে তৃণমূলেও

ফালাকাটা: রবিবার মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধি(Rahul Gandhi)। আগামী ২৫ জানুয়ারি ফালাকাটায় আসবেন ও রাত কাটাবেন তিনি। সেই কর্মসূচি নিয়ে এখন থেকেই সাজোসাজো রব কংগ্রেস শিবিরে। এনিয়ে রবিবার দলীয় অফিসে বৈঠকও করে ফালাকাটা ব্লক কংগ্রেস নেতৃত্ব। ফালাকাটায় রাহুল আসছেন শুনে অনেক তৃণমূল(Trinomool) নেতাও তাঁর সঙ্গে দেখা করতে চাইছেন। ফালাকাটা পুরসভার দু’তিনজন কাউন্সিলার তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

ফালাকাটা ব্লক কংগ্রেসের সভাপতি মৃন্ময় সরকার বিষয়টি মেনে নিয়ে বলেন, ‘অনেক প্রথম সারির তৃণমূল নেতা ও পুরসভার কাউন্সিলার আমার সঙ্গে যোগাযোগ করছেন। আমাদের প্রিয় নেতার সঙ্গে তাঁরাও দেখা করতে চান। আমরা দলীয়ভাবে অবশ্য সিদ্ধান্ত নিয়েছি ফালাকাটার সব রাজনৈতিক দলকেই রাহুল গান্ধির সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানাব।’

রাহুল-দর্শনার্থী তৃণমূল নেতাদের মধ্যে অনেক দলীয় পদাধিকারীও রয়েছেন। তাঁদের মধ্যে একজন তৃণমূলের বর্ষীয়ান নেতা, যিনি তৃণমূলের ব্লক সহ সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি একজন ক্রীড়া সংগঠকও। ওই নেতা বলেন, ‘রাহুল গান্ধির মতো নেতা যখন আসছেন, তখন দেখা করার সুযোগ কি আর হাতছাড়া করতে পারি?’

ফালাকাটায় তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে শহরে নামডাক আছে। এমনকি তিনি তৃণমূলের একটি শাখা সংগঠনের জেলা সভাপতির পদেও রয়েছেন। সেই নেতার কথায়, ‘আমরা যখন কংগ্রেস(Congress) করেছি তখন রাহুল রাজনীতিতে আসেনি। এখন তৃণমূলের জেলার দায়িত্বে থাকলেও ২৬ তারিখ তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করব।’

ফালাকাটা পুরসভার এক কাউন্সিলার অতীতে কংগ্রেসের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এখনও কংগ্রেস নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। সেই কাউন্সিলারের কথায়, ‘কংগ্রেসের যেসব নেতাকে দেখে রাজনীতিতে আসা, তাঁদের মধ্যে অন্যতম রাহুল। তাই তাঁর সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’

২৬ জানুয়ারি দলীয় অফিসে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন রাহুল। তখন কংগ্রেসের কয়েক হাজার নেতা-কর্মী হাজির থাকবেন। অন্যান্য রাজনৈতিক দলকেও ডাকা হবে। ফালাকাটার বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিশিষ্ট নাগরিকদেরও ডাকবে কংগ্রেস।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Old Malda | তৃণমূলনেত্রীর স্বামীকে আক্রমণ করে শূন্যে গুলি, শেখ ইয়াসিনের ভাইয়ের নামে পুলিশে...

0
পুরাতন মালদাঃ নারায়ণপুরের হোটেলে মধুচক্রের আসরে গুলি চালানোর ঘটনায় আক্রান্তের পরিবারের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে নাম জড়িয়েছে রতুয়ার তৃণমূল...

EVM | উলটপুরাণ! তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

0
রায়গঞ্জঃ উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার ইভিএমের বিরোধিতায় সরব খোদ বিজেপি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন...

Aam Admi Party | বিজেপির সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন স্বাতী মালিওয়াল, দাবি আপ নেত্রী...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির সঙ্গে মিলে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল।  ১৩ মে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ড্রইংরুমের একটি ভিডিও...

Malda | ভোটার তালিকায় নাম তোলার দাবি, প্রশাসনের দ্বারস্থ ‘ভূতের দল’

0
সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: তাঁরা প্রত্যেকেই জীবিত। কিন্তু ভোট দিতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তাঁরা মৃত। ফলে ভোট না দিয়েই ফিরে আসতে হয় মালদার...

Raiganj | মাধ্যমিকে কৃতকার্য ১০০ শতাংশ দৃষ্টিহীন অপ্সরা, খুশি গোটা গ্রাম

0
রায়গঞ্জ: আর পাঁচটা ছেলেমেয়ের মতো জীবন নয় অপ্সরা খাতুনের। ১০০ শতাংশ দৃষ্টিহীন। মানসিক জোর যেন হার মানিয়েছে তার শারীরিক প্রতিবন্ধকতাকে। এবার রায়গঞ্জ গার্লস হাইস্কুল...

Most Popular