রায়গঞ্জ: আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে (Cricket Tournament) এবার অংশ নিতে ভুবনেশ্বর যাচ্ছে না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) টিম। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপাচার্যের চেম্বারের বাইরে ধর্নায় বসলেন বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের ১০ সদস্য।
তাঁদের অভিযোগ, সারা বছর ক্রিকেট অনুশীলন করার পর এখন আর্থিক কারণ দেখিয়ে খেলার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের (Cricket team) সদস্য হৃদয় সরকার বলেন, ‘গত বছর আমরা ইস্ট জোন টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছিলাম। ৬৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের র্যাংক ছিল অষ্টম। এবছর হঠাৎ করে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আর্থিক কারণে ক্রিকেট টিম পাঠানো যাবে না। অথচ সারা বছর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছি। খেলার সুযোগ দিতে হবে। এই দাবিতে ধর্না (Dharna) কর্মসূচি।’ এবিষয়ে উপাচার্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিম ম্যানেজার তপন নাগ বলেন, ‘২০১৯ সালের পর গত বছর থেকে টুর্নামেন্ট হচ্ছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আমাদের দল যথেষ্টই ব্যালেন্সড দল। এবার আশা করছি, খুব ভালো ফলাফল হবে। আর্থিক কারণ দেখিয়ে এই সুযোগ হাত ছাড়া করা উচিৎ নয়।’