Tuesday, May 28, 2024
Homeবিনোদনজন্ম শতবার্ষিকীতে উদ্যোগ, নিলামে উঠল রাজ কাপুরের ব্যবহারের সামগ্রী-দুষ্প্রাপ্য ছবি

জন্ম শতবার্ষিকীতে উদ্যোগ, নিলামে উঠল রাজ কাপুরের ব্যবহারের সামগ্রী-দুষ্প্রাপ্য ছবি

তপন বকসি, মুম্বই: হিন্দি সিনেমার শো ম্যান, অভিনেতা চিত্রনাট্যকার ও পরিচালক রাজ কাপুরের জন্ম শতবার্ষিকীতে ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিভিন্ন সিনেমার পোস্টার, তাঁর ব্যবহার করা কিছু জিনিস, ইতিহাস সৃষ্টি করা হিন্দি ছবিগুলির দুষ্প্রাপ্য স্টিল ছবির অনলাইন নিলামের আয়োজন করেছে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে অবস্থিত ভারতীয় শিল্পকলার অতীত দিনের শিল্পকর্মের সংগ্রাহক ও প্রদর্শক সংস্থা দেরিভাজ অ্যান্ড এলভস। পুরোনো দিনের শিল্প ও স্মারক সংগ্রহের এই সংস্থা রাজ কাপুরের জন্মশতবার্ষিকীতে শিল্প প্রদর্শন ও নিলামের শিরোনাম দিয়েছে ‘রাজ কাপুর @১০০’।

১৯২৪ সালের ডিসেম্বর মাসের ১৪ তারিখে ব্রিটিশ অধীনস্থ ভারতবর্ষের পেশোয়ারের কিসসা খোয়ানি বাজারে পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন রাজ কাপুর। বাবা পৃথ্বীরাজ কাপুরের সঙ্গে ভারতের বিভিন্ন শহরে ঘোরাঘুরির মধ্যে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলেও পড়াশোনা করেছিলেন তিনি। ভারতীয় হিন্দি সিনেমার কিংবদন্তি নায়ক, অভিনেতা চিত্রনাট্যকার ও পরিচালক রাজ কাপুর মাত্র ৬৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন। ১৯৮৮ সালের ২ জুন মৃত্যু হয় তাঁর। ১০ বছর বয়স থেকে ভারতীয় হিন্দি ছবির রুপোলি পর্দায় অবতীর্ণ হয়ে অভিনয়ের আঙিনায় ৫০টি বসন্ত পার করে দিয়েছিলেন তিনি। অভিনেতা, পরিচালক হিসেবে নিজের পরিচিতিকে ছড়িয়ে দিতে পেরেছিলেন দেশের চৌহদ্দি থেকে আন্তর্জাতিক সিনেমার বিস্তৃত আঙিনায়। কিংবদন্তি এই অভিনেতার ৫০ বছরের ছড়িয়ে থাকা কর্মজীবনের বেশকিছু শিল্পনিদর্শন, ছবিতে গানের ভূমিকায় তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং এরকম অতীতের অনেক দুষ্প্রাপ্য স্মারকের এক ব্যতিক্রমী ও বর্ণময় অনলাইন প্রদর্শন এবং নিলামের আয়োজন করেছেন এই বিশেষ সংস্থা। সংস্থার অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে শিল্পী রাজ কাপুরের বিভিন্ন শিল্পকলার নিদর্শনকে শিল্প রসিক মানুষের নাগালে পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রথম ও অভিনব প্রচেষ্টায় জায়গা পেয়েছে রাজ কাপুরের পুরোনো দিনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গুলির অরিজিনাল স্টিল ছবি সহ বিভিন্ন শো কার্ড, লবি কার্ড, গানের সারাংশ, বুকলেটস, অর্ধেক এবং পূর্ণ দৈর্ঘ্যের সিনেমার পোস্টার, মোট ৫১টি স্মারক গ্রন্থ, নিজের হাতে সই করা নিজের দুটি ছবি এবং একটি মেটাল প্লেট। রাজ কাপুরের পরিবার এবং তাঁর সিনেমা তৈরি স্টুডিও আরকে ফিল্মসের আর্কাইভ থেকে দেওয়া সিনেমাগুলি যেমন ‘দিল কি রানি’, ‘আগ’, ‘বরসাত’, ‘আন্দাজ’, ‘আওয়ারা, ‘আহ’, ‘শ্রী ৪২০’, ‘আনাড়ি’, ‘জিস দেশ মেঁ গঙ্গা বহতি হ্যায়’, ‘দিল হি তো হ্যায়’-এর  বিভিন্ন স্টিল ছবি ও পোস্টার রয়েছে। সেইসঙ্গে আর কে ফিল্মসের প্রথম দিকের রঙিন সিনেমাগুলি, যেমন ‘সঙ্গম’, ‘তিসরি কসম’, ‘মেরা নাম জোকার’-এর ফটোগ্রাফিক স্টিলস, পোস্টার, লবি কার্ড এবং প্রমোশনাল বুকলেট রয়েছে। একটি বিশালাকার পোস্টার রয়েছে। যে পোস্টারটিতে ধরা দিয়েছেন কাপুর তিন প্রজন্মের সদস্য পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর এবং রণধীর কাপুর। সেইসঙ্গে রয়েছে বহু খুচরো খবর সম্বলিত রাজ কাপুরের প্রযোজনা এবং পরিচালনার ‘কাল আজ অউর কাল’-এর স্মারক সংকলন।

রাজ কাপুরের জীবন নির্ভর ঘটনাবলির নিলামের জন্য অনুষ্ঠিত এই স্মারক সংগ্রহে রয়েছে রাজ কাপুরের বড় ছেলে রণধীর কাপুর এবং ববিতার বিয়ের পাঁচটি দুর্লভ ছবি। রয়েছে রুপো দিয়ে পালিশ করা ১৯৭২ সালে আর কে ফিল্মসের রজত জয়ন্তী বর্ষপূর্ণ করা ব্রোঞ্জ প্লেটের ওপর আর কে ফিল্মসের সোনার জলের এমব্লেম করা কয়েন। সেই সঙ্গে রয়েছে ‘ববি’, ‘দো জাসুস’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘প্রেম রোগ’, ‘রাম তেরি গঙ্গা মইলি’-র বিভিন্ন স্মারক পোস্টার ও ছবি। রাজ কাপুরের কর্মজীবনের সঙ্গে জড়িত তার উল্লেখযোগ্য নারী চরিত্ররা নার্গিস, বজয়ন্তী মালা, মধুবালাদের অনেক অদেখা ছবির সংগ্রহ। আর তার সঙ্গে রয়েছে রাজ কাপুরের বর্ণময় কর্মজীবনের সহকর্মী ও কাছের মানুষদের সঙ্গে রাজ কাপুরের বেশকিছু স্মৃতির সংগ্রহ।

ভারতীয় শিল্প ও শিল্পকলার সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিত্বদের শিল্প সংগ্রহ ও প্রদর্শক সংস্থা দেরিভাজ অ্যান্ড এলভস এর আগে এই বছরের সেপ্টেম্বর মাসে সত্যজিৎ রায়ের জীবন নির্ভর এমন এক অনলাইন প্রদর্শনী এবং নিলামের ব্যবস্থা করেছিল। সেই সঙ্গে এই বছরে অক্টোবর অমিতাভ বচ্চনের জন্ম মাসে অমিতাভ বচ্চনের জীবন নির্ভর ‘অমিতাভ বচ্চন @৮০’, নভেম্বর মাসে ‘ফেমিনিন আইকনস অফ ইন্ডিয়ান সিনেমা’-র প্রদর্শনীয় ও নিলামের  আয়োজন করেছিল।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

ED Raid | ব্যাংক জালিয়াতি কাণ্ডে ইডির হানা বরাহনগরে, রাজনৈতিক যোগ খুঁজছে তৃণমূল-বিজেপি    

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা নির্বাচন। আর নির্বাচনের আগেই ফের বাংলায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। মঙ্গলবার বিকেলে...

T-20 World Cup 2024 | বিশ্বকাপ শুরুর আগেই বিপত্তি, টর্নেডোয় লন্ডভন্ড ডালাসের স্টেডিয়াম, ভেঙে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (T-20 World Cup 2024) খারাপ আবহাওয়া ও ঝড়ের কারণে বাতিল করা হল বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তুতি ম্যাচ। এদিন...

PM Narendra Modi Road Show in Kolkata | শেষ দফা নির্বাচনের আগে প্রচারে ঝড়...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১ জুন রাজ্যের ৯টি আসনে শেষ দফার নির্বাচন (Lok Sabha Election 2024)৷ তার আগে দিনভর রাজ্যে প্রচারে ঝড় তুললেন...

Hindu-Muslim harmony | সম্প্রীতির নিদর্শন পতিরামের বুড়ি কালীপুজো, হিন্দুদের পাশাপাশি শামিল হন মুসলিমরাও   

0
পতিরামঃ প্রায় শতবর্ষ প্রাচীন কালীপুজোকে কেন্দ্র করে পতিরামে মেতে ওঠেন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে গ্রামে তিনদিন ধরে মেলার আয়োজন হয় গ্রামে।...

Ambari High School (H.S) | বিভিন্ন অনুপ্রেরণামূলক বিষয়ে পড়ুয়াদের নিয়ে কর্মশালার আয়োজন আমবাড়ি হাইস্কুলে

0
ফাঁসিদেওয়া: অতিরিক্ত মোবাইল ফোন সহ ডিজিটাল ডিভাইসের আসক্তি কাটানো, সমাজের মধ্যে হীনমন্যতাবোধ কাটানো সহ বিভিন্ন অনুপ্রেরণামূলক বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল। মঙ্গলবার ফাঁসিদেওয়া (Phansidewa) ব্লকের...

Most Popular