Friday, May 3, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গভোটের দিন বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ রায়নায়

ভোটের দিন বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ রায়নায়

বর্ধমান: পঞ্চায়েত ভোটের দিন গ্রামে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় জড়িতরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বাদশাহি রোডে বিক্ষোভে শামিল হলেন রায়নার পলাশন গ্রাম পঞ্চায়েতের মাঠনুরপুর গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের জেরে বাদশাহি রোড দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের গ্রামে এর আগে কখনও বোমাবাজি কিংবা গুলি চালানোর মতো ঘটনা ঘটেনি। ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন স্থানীয় শামসুদ্দিন মণ্ডল এবং লিয়াকত মণ্ডল দুষ্কৃতীদের এনে গ্রামে যথেচ্ছভাবে বোমাবাজি করে ও গুলি চালায়। এই ঘটনার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। অভিযুক্তদের গ্রেপ্তার না করলে আরও বড় আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন তাঁরা।

এবিষয়ে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মীর্জা আকতা আলি বলেন, ‘মাঠনুরপুর গ্রামের মানুষ অনেকদিন ধরে মুক্তির বাতাস খুঁজছিল। এবার মুক্তির বাতাস পেয়েছেন বলেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন।’ জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘নৈরাজ্য ও অপশাসনের বিরুদ্ধে গ্রাম বাংলার মানুষ ভয় মুক্ত হয়ে এবার যে এককাট্টা হতে শুরু করেছেন তার প্রমাণ মাঠনুরপুর গ্রামের বাসিন্দাদের এদিনের আন্দোলন।’ যদিও বিরোধীদের বক্তব্য নস্যাৎ করে রায়না ১ ব্লক তৃণমূলের সভাপতি বামদেব মণ্ডল বলেন, ‘একটা পঞ্চায়েতে জয় পেয়েই সিপিএমের নেতারা পুরোনো কায়দায় মানুষকে খেপানো শুরু করে দিয়েছে। তবে এইসব করে কিছু করতে পারবে না।’ এদিন খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রায়না থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছায়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Harry Potter Castle | রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ইউক্রেনের বিখ্যাত ‘হ্যারি পটার ক্যাসেল’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ইউক্রেনের বিখ্যাত ‘হ্যারি পটার ক্যাসেল’। ইউক্রেনের বন্দর শহর ওডেসায় ‘হ্যারি পটার ক্যাসেল’ নামে পরিচিত একটি বিখ্যাত...

Siliguri | বারকর্মীর রহস্যমৃত্যু, কোয়ার্টারের ছাদ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

0
শিলিগুড়ি: এক বারকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার (Death Case) ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির (Siliguri) শক্তিগড় ২ নম্বর রাস্তায়। মৃতের নাম মিঠুন রায়। তিনি হলদিবাড়ির (Haldibari)...
weather-update-in-west-bengal

Weather Report | ঘনাচ্ছে বজ্রগর্ভ মেঘ, কোন কোন জেলায় বৃষ্টি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহের থেকে অবশেষে মিলল স্বস্তি। শুক্রবার রাজ্যের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত...

CV Ananda Bose | রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ চন্দ্রিমার, ঢুকতে পারবে না পুলিশও

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ করা হল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya)। রাজভবন চত্বরে পুলিশেরও প্রবেশ নিষিদ্ধ করেছেন রাজ্যপাল (Bengal...

Josh Baker | মাত্র ২০-তেই প্রয়াত ব্রিটিশ স্পিনার জশ বেকার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র ২০ বছর বয়সেই প্রয়াত ইংল্যান্ডের জনপ্রিয় স্পিনার জশ বেকার। ওরচেস্টারশায়ার ক্রিকেট ক্লাবের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। তাঁর...

Most Popular