উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেন রাশিয়া যুদ্ধ (Russia Ukraine War) অব্যাহত। এর মাঝেই ইউক্রেন থেকে যুদ্ধবন্দিদের নিয়ে ফিরছিল রাশিয়ার একটি বিমান। তবে সীমানা পেরোনোর আগেই দুর্ঘটনাগ্রস্ত হয়ে ভেঙে পড়ল সেটি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়ছে এই দুর্ঘটনার একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, রাশিয়ার ওই সেনা বিমানটি আছড়ে পড়ছে মাটিতে। আর তার পরক্ষণেই বিমানটিতে ঘটছে বিস্ফোরণ। এর ফলে ফলে তাতে আগুন ধরে যায়।
রাশিয়ার স্থানীয় এক সংবাদ সংস্থা সূত্রের খবর, বুধবার ইউক্রেনের ৬৫ জন বন্দি সেনাকর্মী ও রাশিয়ার তিনজন সেনা সহ যাত্রা শুরু করে বিমানটি। কিন্তু দুর্ভাগ্যক্রমে ইউক্রেনের সীমান্ত পেরোনোর আগেই ভেঙে পড়ে সেটি। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী পাঠিয়েছে রাশিয়া। তবে এই মারাত্মক দুর্ঘটনার পেছনে ইউক্রেনের কোনও ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখছে রাশিয়ার পুলিশ।