Thursday, June 1, 2023
HomeBreaking Newsইউপিএসসিতে সফল পাহাড়ি কন্যা, রসায়নের স্নাতক সাহারা শংকরের র‍্যাঙ্ক ৮৩২

ইউপিএসসিতে সফল পাহাড়ি কন্যা, রসায়নের স্নাতক সাহারা শংকরের র‍্যাঙ্ক ৮৩২

শিলিগুড়ি: ইউপিএসসি পরীক্ষায় সফল হলেন কালিম্পংয়ের মেয়ে সাহারা শংকর। কালিম্পংয়ের আপার ডুংরা এলাকার বাসিন্দা সাহারার সর্বভারতীয় স্তরে র‍্যাঙ্ক ৮৩২। গত পাঁচ বছর ধরে পরীক্ষার প্রস্তুতি নিতে দিল্লিতেই রয়েছেন সাহারা। সাহারার বাবা শিখর শংকর, মা অম্বিকা শংকর। বাড়িতে ছোট ভাই রয়েছে আনন্দ শংকর।

শংকর পরিবারের বড় মেয়ে রসায়নে অনার্স নিয়ে কলেজ পাশ করার পর ২০১৮ সালেই দিল্লিতে যান। মনের মধ্যে ইউপিএসসি পরীক্ষায় বসার স্বপ্নটা লালন করে আসছিলেন দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই। সেইমতো শুরু হয় কঠোর প্রস্তুতি। শেষ পর্যন্ত সাফল্য এসেছে। সাফল্যের জন্য কোনও একজনকে কৃতিত্ব দিতে নারাজ সাহারা। জানান,সকলের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে তাঁর সফল হওয়ার পেছনে। তবে একাগ্রতা ও ধারাবাহিকতা থাকলে এই পরীক্ষায় ভালো ফল করা সম্ভব বলেই মনে করেন এই পাহাড়ি কন্যা। সাহারার সাফল্যে গর্বিত তার এলাকা। জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপাও ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাহারাকে। আগামী সপ্তাহেই তাঁর পাহাড়ে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন সাহারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments