Monday, December 4, 2023
HomeTop Newsসইফুদ্দিন খুনে ১ লক্ষ টাকার সুপারি! দাবি পুলিশের

সইফুদ্দিন খুনে ১ লক্ষ টাকার সুপারি! দাবি পুলিশের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুন করার জন্য সুপারি কিলারকে দেওয়া হয়েছিল এক লক্ষ টাকা, এমনই চাঞ্চল্যকর দাবি করল তদন্তকারী অফিসারেরা। এই ঘটনায় মোট তিনটি মামলা রুজু করেছে পুলিশ।একটি মামলা সইফুদ্দিন খুনের, দ্বিতীয় মামলা রুজু হয়েছে পিটিয়ে মারার ঘটনায় এবং তৃতীয় মামলা হয়েছে একের পর এক বাড়ি পোড়ানোর ঘটনায়।

পুলিশ সুত্রে জানা গেছে, সইফুদ্দিনের উপর বিগত চারদিন ধরে কড়া নজরদারি রাখা হয়েছিল।অর্থাৎ কোন সময়ে তিনি মসজিদে যেতেন, একেবারে ঘড়ি ধরে হিসাব রাখা হয়েছিল।এমনকি সইফুদ্দিনের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তা এবং এলাকা ভাল করে রেইকি করা হয়েছিল।সকালে যেহেতু মসজিদে যাওয়ার রাস্তায় লোকজনের আনাগোনা কম ছিল, তাই বেছে নেওয়া হয়েছিল ওই সময়টিকে।

অন্যদিকে, তদন্তকারী অফিসারেরা আরও বলেছেন, কোন রাজনৈতিক উদ্দেশ সাধনের জন্য তৃনমূল নেতা খুন হননি, বরং রাজনৈতিক কারনেই তাঁকে খুন করা হয়েছে।পুলিশের আশ্বাস, অভিযুক্তরা দ্রুত ধরা পড়বে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments