কলকাতা: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali attack) সিবিআই, রাজ্য পুলিশকে নিয়ে সিট (SIT) গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta hc)। সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অফিসার। তবে বিশেষ তদন্তকারী দলে ন্যাজাট থানার কোনও পুলিশ আধিকারিক বা কর্মী থাকবেন না। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দিয়ে জানান, তদন্তের ওপর নজরদারি করবে আদালত।
প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনায় তিনটি এফআইআর (FIR) হয়েছে ন্যাজাট থানায়। যার মধ্যে একটি এফআইআর করেছে ইডি (ED)। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। তৃতীয় অভিযোগ দায়ের করেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের (Shahjahan sheikh) বাড়ির কেয়ারটেকর। এর মধ্যে প্রথম দুটি এফআইআরের তদন্তভার রয়েছে সিটের ওপর। দলে সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার অফিসার থাকবে বলে নির্দেশ দেয় আদালত। রাজ্য জানিয়েছে, তাদের তরফে বিশেষ তদন্তকারী দলে থাকবেন এসপি জসপ্রীত সিংহ। তবে সিবিআইয়ের তরফে এখনও কোনও আধিকারিকের নাম বলা হয়নি। আদালতের নির্দেশে এও বলা হয়েছে, সিট চাইলে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের সাহায্য নিতে পারবে।
বৃহস্পতিবারের মধ্যে সিটকে যাবতীয় নথি দিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিটকে।