নাগরাকাটাঃ অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক মহিলা চা শ্রমিক। চা বাগানে কাজ করার সময় বাগানের ঝোপে লুকিয়ে থাকা এক চিতাবাঘ হামলা চালায় তার ওপর। আশপাশের চা শ্রমিকদের চিৎকারে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় চিতাবাঘটি। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে নাগরাকাটার গাঠিয়া চা বাগানে।
জানা গিয়েছে, এদিন বিকেলে নাগরাকাটার গাঠিয়া চা বাগানের মহিলা চা শ্রমিক রেণু ওরাওঁ এর ওপর ঝাপিয়ে পরে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বুনোর হামলায় অল্প বিস্তর জখম হন তিনি। তার বাড়ি বাগানের মাতলু লাইনে। এদিন তিনি কেডি টু সেকশনে কাজ করছিলেন। সেই সময়ি এই ঘটনাটি ঘটে। আশপাশের অন্য শ্রমিকরা চিৎকার চ্যাঁচামেচি শুরু করলে বুনোটি চম্পট দেয়। পরে জখম রেনুকে গাঠিয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সুলকাপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রয়োজনীয় চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার আকস্মিকতায় আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন ওই মহিলা। বন দপ্তরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, রেণুর আঘাত তেমন গুরুতর কিছু নয়। প্রয়োজনে চিতাবাঘটিকে ধরতে বাগানে খাঁচা বসানো হতে পারে।