Tuesday, April 30, 2024
HomeBreaking Newsঅস্থায়ী উপাচার্য নিয়োগে স্থগিতাদেশ নয়, রাজ্যের আর্জি নিয়েও সিদ্ধান্ত নিল না সুপ্রিম...

অস্থায়ী উপাচার্য নিয়োগে স্থগিতাদেশ নয়, রাজ্যের আর্জি নিয়েও সিদ্ধান্ত নিল না সুপ্রিম কোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উপাচার্য নিয়োগ মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। উপাচার্য নিয়োগের কমিটিতে মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধি রাখার রাজ্যের আবেদনেও এখনই কোনও সিদ্ধান্ত নিল না শীর্ষ আদালত। পাশাপাশি, রাজ্যপালের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের সিদ্ধান্তেও এখনই সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ দিচ্ছে না।

কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় মেনে উপাচার্য নিয়োগের সার্চ কমিটির গঠনে বদল এনেছিল রাজ্য। সার্চ কমিটির তিন সদস্যের বদলে সদস্য সংখ্যা করা হয় পাঁচ। পাঁচ সদস্যের মধ্যে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর এক জনপ্রতিনিধি, উচ্চশিক্ষা দপ্তরের এক জনপ্রতিনিধি, উচ্চশিক্ষা সংসদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর এক জনপ্রতিনিধি রয়েছেন। সার্চ কমিটিতে এই পরিবর্তন আনার জন্য একটি অর্ডিন্যান্স পাশ করে রাজ্য। যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজভবন।

রাজ্যপালের আইনজীবীর বক্তব্য ছিল, নতুন কমিটিতে রাজ্য সরকারের ৩ প্রতিনিধি থাকার কথা বলা হয়েছে। রাজ্য কোনও সিদ্ধান্ত নিলে সংখ্যাগরিষ্ঠতার কারণে তা সহজেই পাশ হয়ে যাবে। সে ক্ষেত্রে রাজ্যপালের মতামত উপেক্ষা করার উপায় রয়েছে। এই মামলাতেই শীর্ষ আদালতে আবেদন জানায় রাজ্য। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়েছে, এই বিষয়টি এখনই বিবেচনা করা হবে না। বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগে আচার্য তথা রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। নবান্নের বক্তব্য ছিল, রাজ্যপাল যে পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন, তা বৈধ নয়। রাজ্যপালের সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ দেওয়া হল না। অন্যদিকে, রাজ্যের অর্ডিন্যান্স মামলা নিয়ে আপাতত হাইকোর্টই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ, মামলাটি সেখানে বিচারাধীন রয়েছে। ৬ অক্টোবর মামলার পরবর্তী শুনানি হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Darjeeling district hospital | প্রাইভেট প্র্যাকটিসে জোর একাংশের, দার্জিলিং জেলা হাসপাতালে তুঘলকি কাজকর্ম

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি, ২৯ এপ্রিল : দার্জিলিং জেলা হাসপাতালে কিছু চিকিৎসক মর্জিমাফিক ডিউটি করছেন, আবার কিছু চিকিৎসককে দিয়ে অমানুষিক পরিশ্রম করানো হচ্ছে বলে অভিযোগ...

Jharkhand | গান্ডে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী

0
রাঁচি: গান্ডে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র প্রার্থী হিসাবে সোমবার মনোনয়ন জমা...

Raiganj | স্বামীর পরকীয়ার প্রতিবাদ করার পরই নিখোঁজ বধূ, খুনের আশঙ্কা পরিবারের

0
রায়গঞ্জ: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করার পর থেকেই নিখোঁজ স্ত্রী। রায়গঞ্জের মেরুয়াল এলাকার ঘটনা। নিখোঁজ মহিলার নাম সীমা ধর। তার পরিবারের অভিযোগ, সীমার ওপর প্রায়...

Telangana | অমিত শাহের ভিডিও বিকৃতির জের, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন দিল্লি পুলিশের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ-র বিকৃত করা ভিডিও তেলেঙ্গানা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করার অভিযোগে দিল্লি পুলিশ সমন পাঠাল তেলেঙ্গানার...

Narendra Modi | বাতিল শা’র সভা, ৩ মে নির্বাচনি প্রচারে কৃষ্ণনগরে আসছেন মোদি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১৩ মে চতুর্থ দফায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024) কৃষ্ণনগরে (Krishnanagar)। তার আগে মহুয়া মৈত্রের (Mahua Moitra) কৃষ্ণনগরে...

Most Popular