সামসী: স্বচ্ছ নিয়োগ, পঞ্চায়েতে সুষ্ঠু ভোট, কলেজ ভোট চালু সহ একাধিক দাবিতে পদযাত্রা করল বামেদের ছাত্র এবং যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই। বৃহস্পতিবার বিকেলে মালতীপুরে ওই কর্মসূচি হয়। মালতীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ব্লক মোড়, লাইব্রেরী প্রাঙ্গণের সামনে ৮১ নম্বর জাতীয় সড়কে অবস্থানে বসেন নেতা-কর্মীরা। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম ছাত্র সংগঠনের জেলা সভাপতি কৌশিক মিশ্র, জেলা বাম যুব সভাপতি অরুপ পোদ্দার ও সিপিআইএমের মালদা জেলা কমিটির সদস্য মেহমুদ আলম চৌধুরী সহ জেলা ও ব্লক নেতৃত্ব।